Salil Chowdhury : শীতের শহরে সলিল চৌধুরীর জন্মশতবর্ষে জমজমাট আসর : দেখুন ভিডিও

0
26

সুপ্রকাশ চক্রবর্তী , কলকাতা: চল্লিশ দশকের মধ্যপর্ব। বাংলা গানের দীপ্যমান সূর্য কাজী নজরুল তখন অস্তায়মান। এই সময়টাতে গীতিকার ও সুরকার হিসেবে সলিল চৌধুরীর আবির্ভাব। গণসঙ্গীত দিয়েই শিল্পীজীবনের শুরু। তাঁর সক্রিয় শিল্পীজীবনের মধ্যগগনে রচিত ওজস্বী বাস্তবধর্মী গানগুলি একটি নতুন চেতনার সঞ্চার করেছিল।

অনেকের মতে, সলিলের সাঙ্গীতিক প্রতিভার সুবর্ণ ফসল ফলেছিল চল্লিশ থেকে পঞ্চাশের দশকের মধ্যে ব্যাপ্ত সময়সীমায়। কিন্তু লক্ষ করলে দেখা যাবে যে, তাঁর সত্তর বছরের জীবনপর্বে সলিল প্রতি দশকেই তাঁর সৃজনশীল গভীরতার প্রমাণ দিয়েছেন। তাঁর কাব্য ও সুরে একটা বলিষ্ঠ চেতনা অনুভূত হয়। এ কথা স্বতঃসিদ্ধ যে, সলিল পাশ্চাত্য কর্ডের ব্যবহারে অদ্বিতীয় সঙ্গীতকার ছিলেন। এখনকার গানে যে কর্ড চার্টের ব্যবহার অপরিহার্য অঙ্গ হিসেবে গৃহীত হয়, তিনিই প্রথম তা শুরু করেছিলেন।

জনতার মিছিলের গান থেকে, রোম্যান্টিক স্বপ্নমেদুর আবেগসমৃদ্ধ সুখ-দুঃখের, প্রেম-বিরহের আর্তিও তিনি অনায়াস দক্ষতায় ফুটিয়ে তুলতেন গানের কাঠামোয়। স্বরগ্রামের বিচিত্র মেলবন্ধনে নিয়ত খুঁজে পেতেন নতুন সৃষ্টির প্রেরণা। গীতিকার ও সুরকার হিসেবে নিজের যোগ্য আসনটি অধিকার করার পাশাপাশি, চলচ্চিত্রের সঙ্গীতকার হিসেবে তাঁর প্রতিভা বিকাশের ভিন্নমুখী আর একটি পথ প্রশস্ত হয়েছিল।

কিংবদন্তী সুরকার সলিল চৌধুরীর জন্মশর্তবর্ষ উপলক্ষে কলকাতার চারুবাসনা আর্ট গ্যালারিতে শনিবার সন্ধ্যায় গানে ও কথায় ‘সুরের সলিলে কয়েকঘন্টা’ মেতে ওঠেন কলকাতাবাসী। দেখুন ভিডিও

আনন্দী কমিউনিকেশান সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে উপেন্দ্রকিশোর সভাঘরে সলিল চৌধুরীর স্বর্ন যুগের গান পরিবেশন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিতাভ চন্দ। বৃন্দবাদনের মাধ্যমে ‘আনকাট সলিল’ পরিবেশন করেন শিল্পী ঋত্বিক মিত্র ও সম্প্রদায়। সলিলের জীবন ও কর্মকান্ড নিয়ে আলোচনা ও স্মৃতিকথায় ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শংকরলাল ভট্টাচার্য।

উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী, রাজ্যসভার সাংসদ ও আইনজীবী সুখেন্দুশেখর রায়,টেকনো ইন্ডিয়া গ্রুপের অধ্যাপক মানসী রায়চৌধুরী সহ বহু বিশিষ্ট মানুষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য। উপস্থাপনায় ছিলেন সুদিপ্তা মুখোপাধ্যায়।

ইন্দ্রানী ভট্টাচার্য বলেন, সলিল চৌধুরির মতো অসাধারন প্রতিভার মানুষটির জীবন ও কর্মকান্ড তুলে ধরতেই এই উদ্যোগ। তবে সলীল চৌধুরি যে মাপের মানুষ ছিলেন তিনি যোগ্য সম্মান পাননি বলে মনে করেন সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য।

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleWeather Report of Bengal শীতের লুকোচুরি সোমে উর্ধ্বমুখী তাপমাত্রা, পৌষ সংক্রান্তিতে শীতের প্রত্যাবর্তন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here