Saigal Hossain : গরু পাচারকাণ্ডে জেলবন্দি সহগলকে গ্রেফতার করল ইডি

0
614

দেশের সময় ওয়েবডেস্কঃ গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের দে) নিজেদের হেফাজতে নিল ইডি।শুক্রবার সকালবেলা ইডির ছয় সদস্যের একটি দল সায়গলকে জেরা করে। তার পরই আসানসোল আদালতে গিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।

গরু পাচার মামলায় সায়গলকে গ্রেফতার করেছিল সিবিআই। আদালতের নির্দেশে বর্তমানে তিনি আছেন আসানসোল সংশোধনাগারে। শুক্রবার এই মামলার তদন্তের স্বার্থে সায়গলকে জিজ্ঞাসাবাদের জন্য জেলে যান ইডি অফিসাররা। সূত্রে খবর, সায়গলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে এসেছিলেন ইডির অফিসাররা।

এর আগে সায়গলকে হেফাজতে চেয়ে জেরার জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। দিল্লিতে সায়গলের বিরুদ্ধে কোনও মামলা হয়নি, এই যুক্তিতে আবেদন খারিজ করে ইডিকে আসানসোল আদালতে আর্জি জানানোর পরামর্শ দিয়েছিল দিল্লির আদালত। গরু পাচার মামলায় আসানসোল বিশেষ আদালতে সায়গলের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণও পেশ করেছিলেন অফিসাররা। সেইসব প্রমাণের ভিত্তিতেই আসানসোল জেলে গিয়ে সায়গলকে জেরার আবেদন মঞ্জুর করেছিল আদালত।

প্রায় চারঘণ্টা জেরার পর ইডির অফিসাররা আদালতে যান। সূত্রের খবর, আদালতে তাঁরা সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে হয় নিজাম প্যালেসে নয়তো দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চান বলে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর হওয়ার পরেই সায়গলকে গ্রেফতার করে ইডি। এখন প্রশ্ন এবার কি সায়গলকে দিল্লি নিয়ে যাওয়া হবে? ইডির এই আবেদন গ্রহণ করেনি আদালত। অর্থাৎ নিজাম প্যালেসে নিয়ে গিয়েই জেরা করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী দল।

এদিকে, আজই আসানসোলের সিজেএম আদালতে গরু পাচার মামলার চতুর্থ চার্জশিট পেশ করে সিবিআই। এই চার্জশিটে নাম রয়েছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রতর। এই মামলায় তাঁর গ্রেফতারির ৫৭ দিনের মাথায় এই চার্জশিট জমা পড়ল। সেখানে অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিপুল সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে।

Previous articleLakshmi Puja Weather : লক্ষ্মীপুজোতেও বৃষ্টিতে ভাসবে বাংলা? কি জানাচ্ছে হাওয়া অফিস
Next articleHooghly:বিসর্জনের বিশৃঙ্খলা রুখতে গিয়ে আহত পুলিশ কর্মী, গ্রেপ্তার সিভিক পুলিশ-সহ ৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here