দেশের সময় ওয়েবডেস্কঃ সইফ আলি খানের বাড়িতে হামলায় সন্দেহভাজন মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে রবিবার ভোরে মুম্বইয়ের ঠাণে থেকে গ্রেফতার করে পুলিশ। ডাকাতির চেষ্টায় তিনি অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন বলে জানা যাচ্ছে। বিবৃতি প্রকাশ করে মুম্বই পুলিশ জানাল, তাঁর সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে।
অভিনেতার বাড়িতে হামলাকারী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ও তাঁর কাছ থেকে নথি উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, তিনি আদতে বাংলাদেশের নাগরিক। বয়স তিরিশের কাছাকাছি।
ডিসিপি জোন নাইন দীক্ষিত গেদম বলেন, ‘১৬ জানুয়ারি রাত ২টো নাগাদ সইফ আলি খানের বাড়িতে হামলা চলে। মামলা দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একজনকে গ্রেফতার করা হয়েছে। নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। ৩০ বছর বয়স। ডাকাতির উদ্দেশে বাড়িতে ঢুকেছিল। হেফাজতে চেয়ে আদালতে তোলা হবে। পরবর্তী তদন্ত হেফাজতে পাওয়ার পরই হবে। আমাদের মনে হচ্ছে অভিযুক্ত বাংলাদেশের নাগরিক।’
তিনি আরও বলেন, ‘অভিযুক্তর কাছ থেকে এদেশের কোনও পরিচয় পত্র বা নথি পাওয়া যায়নি। যা পাওয়া গেছে, তা থেকে বাংলাদেশের নাগরিক বলেই মনে হচ্ছে।’