দেশের সময় ওয়েবডেস্ক: অভিনেতা সইফ আলি খানের উপর ভয়াবহ হামলা। মুম্বইয়ে তাঁর নিজের বাড়িতেই ছুরির কোপে গুরুতর আহত হয়েছেন তিনি। বর্তমানে ভর্তি রয়েছেন লীলাবতী হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
ছুরিতে আহত হওয়ার পরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে (Saif Ali Khan Knife Attack)। সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। বার করা হয়েছে ২-৩ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরির ভাঙা অংশ। এই ঘটনায় ইতিমধ্যে তিন সন্দেহভাজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রের খবর, ৬ বার তাঁর ওপর হামলা করা হয় ছুরি দিয়ে। তার মধ্যে দুটি আঘাত অত্যন্ত গুরুতর। গলায়, হাতে এবং পিঠে গুরুতর চোট লেগেছে। গলায় ছুরির আঘাতে ১০ সেন্টিমিটারের গভীর ক্ষত হয়েছে। পাঁজরের হাড়ে চোট লেগেছে। মেরুদণ্ডের পাশেও আঘাত গুরুতর। চিকিৎসকদের অনুমান, ছুরির আঘাত যদি মেরুদণ্ডের ওপর পড়ত তাহলে বড় বিপদ হতে পারত অভিনেতার।
জানা গেছে, মেরুদণ্ডের পাশে স্নায়ুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে সইফের। ছুরির টুকরো বার করার পরে যে ক্ষত হয়েছে ।
ছুরিকাহত সইফ আলি খানের অস্ত্রোপচার শেষ হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বুধবার রাত ২টোর দিকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফের বাড়িতে ঢুকে হামলা চালায়। ওই ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে ঢুকেছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের। হামলার সময় ছুরি দিয়ে সইফকে কোপানোর অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর মুম্বই পুলিশ তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে, যাঁরা সইফের বাড়িতে কাজ করতেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যিনি সরাসরি সইফকে ছুরি মেরেছেন, তিনি ধরা পড়েছেন কিনা, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এই হামলার পর সইফের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও হাসপাতালের চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁর শারীরিক অবস্থার আরও উন্নতির জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।