দেশের সময় ওয়েবডেস্ক: বলিউডের নবাব সইফ আলি খানের বাড়িতে ঘটে গেল অভাবনীয় ঘটনা। জানা গেছে, এক হামলাকারী তার বাড়িতেই লুকিয়ে ছিলেন এবং প্রায় আধঘণ্টা ধরে তাণ্ডব চালান। এই ঘটনায় সইফের শরীর নিয়ে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিরদাঁড়ায় ছুরির আঘাতের খবর প্রকাশ্যে আসার পর বাড়ে উদ্বেগ।
তবে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভাইরাল ফুটেজে দেখা গেছে, সইফ নিজেই তার বাড়ির সিঁড়ি দিয়ে নিচে নামছেন। এই ঘটনার পেছনের কারণ এবং বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ৩৩ ঘণ্টা পরে এক সন্দেহভাজনকে আটক করেছে মুম্বই পুলিশ। বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সঙ্গে মিল রয়েছে বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বান্দ্রা থানার আশপাশেই ঘোরাফেরা করছিল সন্দেহভাজন সেই ব্যক্তি। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি। যাকে আটক করা হয়েছে, সে-ই মূল অভিযুক্ত কি না, তা নিয়ে চলছে তদন্ত।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। আরও সন্দেহ, আক্রমণকারী বাড়ির নকশা জানত। সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শ্যাফ্ট ব্যবহার করেছিল।
সইফ থাকেন বান্দ্রার একটি বিলাসবহুল বহুতলের ১২ তলায়। সেখানে, বুধবার রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। নিরাপত্তার ব্যবস্থার মধ্যে কীভাবে তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে সক্ষম হলো, তা জানতে মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে, মুম্বই পুলিশ ইতিমধ্যেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের মধ্যে ছিলেন বাড়ির পরিচারক, লিফটম্যান এবং এক নিরাপত্তারক্ষী। ঘটনার তদন্তের জন্য ১৫ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।