Russia announces Ceasefire: ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, চলবে উদ্ধারকাজ

0
724

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের সাময়িক যুদ্ধবিরতির (War Ceasefire) ঘোষণা করল রাশিয়া (Russia)। সাধারণ মানুষকে সরানোর (Rescue) জন্যই এই ঘোষণা। ইউক্রেন (Ukraine) ও রাশিয়ার (Russia) মধ্যে দ্বিতীয় বৈঠকে মানবিক করিডর গড়ে তোলার ক্ষেত্রে সম্মত হয় দু’পক্ষ। সেই মাফিক গতকালের মতোই এদিনও আড়াই ঘন্টার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া৷

ফাইল চিত্র

রবিবার ভারতীয় সময় ১২:৩০ থেকে ৩টে পর্যন্ত চলবে এই বিরতি। এর মধ্যেই যুদ্ধক্ষেত্র থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে। গতকালের মত এদিনও ইউক্রেনের মারিউপোল বন্দর শহর থেকে মানুষদের সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসেছিল দুই দেশ। পোল্যান্ড সীমান্তের কাছে বেলারুশের এই বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বের। তবে ওদিনের বৈঠকেও যুদ্ধ থামার কোনও ইঙ্গিত মেলেনি দুই পক্ষের তরফেই।

তবে, এই বৈঠকের পর দুই পক্ষই সম্মত হয়েছেন যে, তাঁরা ফের বৈঠকে বসতে পারেন। পাশাপাশি, সাধারণ মানুষের উদ্ধারের জন্য দুই দেশই মানবিক করিডোর গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছেন দুই দেশের প্রধানরা। উল্লেখ্য, যুদ্ধবিধস্ত এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা এবং খাদ্য সহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার ব্যাপারে দুই দেশই মানবিকতার পরিচয় দেবে।

অন্যান্য দেশের সঙ্গে ভারতীয়রাও সেখানে আটকে রয়েছেন। যদিও এখনও পর্যন্ত প্রচুর ভারতীয়কে দেশে ফেরানো সম্ভব হয়েছে। ভারতীয়দের ফেরানোর জন্য সাময়িক সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছিল ভারত সরকার। সেই মর্মে সাড়া দিয়ে শনিবারের পর রবিবার ফের আড়াই ঘণ্টার সময় দিল রাশিয়া।

এর আগে শনিবার গভীর রাতে ইউক্রেনের বিদেশমন্ত্রী ডিমিত্র কুলেবা ভারত, চীন এবং নাইজেরিয়া সরকারকে অনুরোধ করেন, রাশিয়াকে গোলাগুলি বন্ধ করতে বলার জন্য, যাতে বিপন্ন নাগরিকরা যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলি থেকে সরে যেতে পারে। এদিকে সোমবার ফের তৃতীয়বারের জন্য আলোচনায় বসতে পারে ইউক্রেন ও রাশিয়া।

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleWeather Update: আসছে তুমুল গরম? এই সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছুঁতে পারে পারদ! জরুরি পূর্বাভাস হাওয়া অফিসের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here