কল্যাণীর হরিণঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনা। অ্যাম্বুল্যান্স ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গিয়েছে তিনজনের। তাঁদের মধ্যে এক শিশু ও দুই মহিলা রয়েছেন বলে খবর। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ১২ নম্বর জাতীয় সড়কের জাগুলি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। রোগীর সঙ্গে ছিলেন পরিজনরা।
সেই সময় উল্টো দিক থেকে আসা ১২ চাকার একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুল্যান্সটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। মারা যান তিন জন।
দুর্ঘটনার পরে স্থানীয়রাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, মৃতেরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের পাকুড় এলাকার বাসিন্দা। সেখান থেকে রোগী নিয়ে আসছিলেন তাঁরা। মৃতদের পরিবারে খবর দেওয়া হয়েছে।