দেশের সময় কলকাতা রাজ্যের বেশ কয়েকটি দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি তারই অন্যতম রেশন দুর্নীতি মামলা। যে মামলার সূত্র ধরে ইতিমধ্যে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য-সহ শাসক দলের বেশ কয়েকজন নেতা। কেন্দ্রীয় এজেন্সি তারই অন্যতম রেশন দুর্নীতি মামলা। যে মামলার সূত্র ধরে ইতিমধ্যে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য-সহ শাসক দলের বেশ কয়েকজন নেতা।
এবার রেশন দুর্নীতি মামলা! অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্রের খবর, আগামী ৫ জুন অভিনেত্রীকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে।
এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সে সময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা।
২০১৯ সালে রোজভ্যালি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণার পাশাপাশি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু একসময় বেশ কিছু বাংলা ছবির প্রযোজনা করেছিলেন।
তাতে ঋতুপর্ণা, প্রসেনজিৎ-সহ অনেকে অভিনয়ও করেছিলেন। সেই সংক্রান্ত আর্থিক লেনদেন সম্পর্কেই ওই সময় ঋুতপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিরকা।
তবে রেশন দুর্নীতি মামলার সঙ্গে ঋতুপর্ণা কীভাবে যুক্ত, বা কী কারণেই তাঁকে ইডির নোটিস, তা এখনও স্পষ্ট নয়। ফলে অভিনেত্রীকে ইডির নোটিসের খবর প্রকাশ্যে আসতেই জনমানসে তো বটেই টলিপাড়ার অন্দরেও শোরগোল তৈরি হয়েছে।
তবে আগামী ৫ জুন ইডির অফিসে অভিনেত্রী যাবেন কি না, তা স্পষ্ট নয়। এ ব্যাপারে ঋতুপর্ণার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।