RG KAR Case: আরজি কর কান্ডের প্রতিবাদে বনগাঁয় দ্বিতীয় বার রাত দখল করে মহিলাদের মশাল মিছিল: দেখুন ভিডিও

0
328
অর্পিতা বনিক, দেশের সময়

বনগাঁ : আর জি কর ‌হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও উত্তাল হল গোটা রাজ্য, সঙ্গে দেশের বিভিন্ন অংশ। একইসঙ্গে এদিন বনগাঁ মহকুমার একাধিক জায়গাতেই এই আন্দোলন সংঘটিত হলো।

দেখুন ভিডিও ছবি তুলেছেন সৌরভ কুমার ঘোষ

রবিবার রাত সাড়ে দশটায় নীল দর্পর্ণের সামনে থেকে বিশাল মশাল মিছিল শুরু হয়ে বনগাঁ শহর পরিক্রমা করে মতিগঞ্জ হয়ে ফের নীল দর্পণের সামনে এসে শেষ হয় । এদিন মশাল মিছিল থেকে প্রত্যেকেই দাবি করেন, অবিলম্বে এই নারকীয় হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তি।এ দিনের মিছিলে তাদের একটাই স্লোগান ছিল , ‘উই ওয়ান্ট জাস্টিস’।

Previous articleKolkata Derby Protest আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে কাঁধে কাঁধ ইলিশ-চিংড়ির! যুবভারতীতে লাঠি চালিয়েও পিছু হটল পুলিশ! দেখুন ভিডিও
Next articleWEATHER UPDATE: কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি, উত্তরেও চলবে ভারী বৃষ্টি,উত্তাল সমুদ্রও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here