দেশের সময় , কলকাতা : আরজি কর কাণ্ডে এবার বিস্ফোরক অভিযোগ হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাসের। তাঁর অভিযোগ, ময়নাতদন্ত করার ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল। ঘটনার রাতের মধ্যেই যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ারও হুমকি দেন কোনও এক প্রাক্তন কাউন্সিলর। প্রায় সাড়ে ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোনোর সময় জানালেন অপূর্ব বিশ্বাস। দেখুন ভিডিও
রবিবার চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল সিবিআই। ৯ অগস্ট আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে তিনজন ডাক্তার ময়নাতদন্ত করেছিলেন, তাঁদেরই একজন অপূর্ব বিশ্বাস।
সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে আজ দুপুরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হন তিনি। সূত্রের খবর এদিন তাঁর বয়ান রেকর্ড করা হয়।
এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই ফরেন্সিক মেডিসিনের প্রফেসর চিকিৎসক জানান, ‘নাম বলতে পারব না। ওই দিন মেয়ের কাকা পরিচয়ের একজন, নট ব্লাড রিলেটেড, বলেছিলেন ওই দিনই তাড়াতাড়ি যেন ময়নাতদন্ত করা হয়। না হলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে।’
সঙ্গে চিকিৎসক জানান, ‘তাঁর নাম বলতে পারব না। কিন্তু নির্যাতিতার বাড়ির ওদিকেরই এক্স কাউন্সিলর তিনি।’