Republic Day 2026 সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে নেতৃত্বে বঙ্কিমচন্দ্র , ব্রাহ্মোস থেকে আকাশ মিসাইল- বড় চমক

0
27

সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে দেখা গেল  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম স্তোত্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এবার সাধারণতন্ত্র দিবসের থিম সাজানো হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ সরকারও সেই থিমে তাদের ট্যাবলো গড়ে তুলেছিল। এবারের বাংলার ট্যাবলোয় শুরুতেই ছিল আনন্দমঠ লেখায় মগ্ন সাহিত্যসম্রাটের বিশাল মূর্তি। সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর,নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, 
মাতঙ্গিনী হাজরা-সহ অন্যরা।

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে যেভাবে ট্যাবলো সাজানো হয়েছে তা নীরবে কেন্দ্রের বিজেপি সরকারকেই জবাব বলে মনে করছে রাজনৈতিক মহল।

ট্যাবলো একেবারে সামনে ছিল বিশাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যাঁকে দেখা গেল তিনি মগ্ন রয়েছেন আনন্দমঠ লেখায়। চেনা ভঙ্গিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ঠিক আগে জাতীয় পতাকা হাতে ছিলেন মাতঙ্গিনী হাজরা।শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ঘোড়ার পিঠে নেতাজির যে বিখ্যাত মূর্তি রয়েছে, সেটিই স্থান পেয়েছে এবারের বাংলার ট্যাবলোয়। মেদিনীপুরের দুই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরাকেও দেখা গেল ট্যাবলোয়। ফাঁসির মঞ্চে মাথা উঁচু করে দৃপ্তভাবে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসুর মূর্তি ছিল।

https://x.com/i/status/2015668636095275167

এছাড়াও ট্যাবলোয় ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, মাস্টারদা সূর্য সেন, কাজী নজরুল ইসলাম, বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেকর ও রাসবিহারী বসুদের প্রতিকৃতি। ছিল ঐতিহাসিক আলিপুর জেলও। রেসিড্যান্ট কমিশনার অফিসের তরফে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ইনফরমেশন, আশিস জানা একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “দেশবাসীর কাছে বাংলা ও বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেশবাসীর কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

এবারের সাধারণতন্ত্র দিবসের প্যারেডের থিম, ‘স্বাধীনতা কা মন্ত্র– বন্দেমাতরম’। সেখানে বাংলার থিম, ‘ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা।’ প্রসঙ্গত কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিশেষজ্ঞদের মতে, তার আগে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোয় নতুন করে বাংলা ও বাঙালির অস্মিতাকে ফুটিয়ে তুলে ‘বাংলা বিরোধী’দের জবাব দিল তৃণমূল সরকার। 

৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা মিলল গেলব্রাহ্মোসের। 

https://x.com/i/status/2015664952527454296

সেনার আকাশ ওয়েপন সিস্টেম এবং অভ্র মিডিয়াম রেঞ্জ সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম।

Previous articleRepublic Day 2026 দেশবাসীকে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর , শুভাংশু শুল্কাকে অশোক চক্র, শহিদদের শ্রদ্ধা জানিয়ে শুরু অনুষ্ঠান
Next articleবনগাঁর মঞ্চে চরম হেনস্থার শিকার‌ মিমি , নায়িকার দেহরক্ষীদের কাণ্ড নিয়ে পাল্টা অভিযোগ করে কী বললেন উদ্যোক্তারা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here