Republic Day 2026 দেশবাসীকে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর , শুভাংশু শুল্কাকে অশোক চক্র, শহিদদের শ্রদ্ধা জানিয়ে শুরু অনুষ্ঠান

0
33
হীয়া রায় , দেশের সময়

আজ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এ বছরও কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আয়োজন করা হয়েছে।

আজ ৭৭তম সাধারণতন্ত্র দিবস । সাজো সাজো রব দিল্লিতে। শুরু হয়ে গেছে প্যারেড ও কুচকাওয়াজ। সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

আজ কর্তব্য পথ থেকে গোটা দেশের সামনে তুলে ধরা হচ্ছে ভারতের উন্নয়ন যাত্রা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামরিক শক্তির ছবি। রাজধানী দিল্লি ও দিল্লি-এনসিআর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মারকে শহিদ সেনাদের শ্রদ্ধা জানান। নীরবতা পালন করা হয়। এরপর তিনি অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে কর্তব্য পথের স্যালুটিং ডায়াসে পৌঁছন। এরপর শুরু হবে কুচকাওয়াজ, চলবে প্রায় ৯০ মিনিট ধরে।

এ বছর সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা  এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ঐতিহ্যবাহী বাগিতে চড়ে তাঁরা কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন। বাগিটি ঘিরে থাকবে প্রেসিডেন্টস বডিগার্ড , ভারতীয় সেনার প্রাচীনতম রেজিমেন্ট।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এ বছরের কুচকাওয়াজে ভারতের অভূতপূর্ব উন্নয়ন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, সংস্কৃতির বৈচিত্র্য এবং সাধারণ মানুষের অংশগ্রহণ একসঙ্গে তুলে ধরা হচ্ছে।  জাতীয় সংগীত ‘বন্দে মাতরমে’র ১৫০ বছরের ঐতিহ্যও বিশেষভাবে উদযাপিত হচ্ছে এদিন।

প্যারেডে জাতীয় পতাকা উত্তোলনের পর ১০৫ মিমি লাইট ফিল্ড গান থেকে গর্জে ওঠবে ২১ বার তোপধ্বনি । এই স্যালুট দেয় ১৭২১ সেরিমোনিয়াল ব্যাটারি  ও ১৭২ ফিল্ড রেজিমেন্ট ।

শুভাংশু শুল্কাকে সম্মান

ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুল্কাকে অশোক চক্র দিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Previous articleসাধারণতন্ত্র দিবসের আগে প্রায় ১০,০০০ কেজি বিস্ফোরক উদ্ধার রাজস্থানে! ১৮৭টি বস্তায় বাঁধা ছিল আরডিএক্সের মশলা, বড়সড় নাশকতার ছক বানচাল
Next articleRepublic Day 2026 সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে নেতৃত্বে বঙ্কিমচন্দ্র , ব্রাহ্মোস থেকে আকাশ মিসাইল- বড় চমক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here