REPUBLIC DAY 2025:তিরঙ্গায় উজ্জ্বল দেশ! ‘শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়তে জারি থাকবে প্রচেষ্টা,’ প্রজাতন্ত্র দিবসে বার্তা মোদীর ,  প্রলয়, ব্রহ্মোস , পিনাকা মিসাইল-  কুচকাওয়াজে বিশ্ব দেখল ভারতের সামরিক শক্তি

0
16
পার্থ সারথি নন্দী , দেশের সময়

Republic Day 2025:আজ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশে। সংবিধান গ্রহণ ও আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হওয়ার দিনটিকে স্মরণ করেই এই অনুষ্ঠান পালিত হয় প্রতি বছর। এ বছরও দিল্লির রাজপথে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালিত হল। দেশের তিন সেনা বাহিনী এই কুচকাওয়াজে সামিল হয়। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যও তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও বৈশিষ্ট্য তুলে ধরে ট্যাবলোর মাধ্যমে। 

সাধারণতন্ত্র দিবসে ভারতের সংবিধানের মূল মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সংবিধানের পথচলা শুরু হয়েছিল ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে। সেই দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবস। 

দিনটির গুরুত্বকে তুলে ধরতে দিল্লির ঐতিহাসিক কর্তব্য পথে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজটি রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিল থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেট পার হয়ে লালকেল্লায় শেষ হয়। দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজের আগে এক্স হ্যান্ডলে দেশের জনগণকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের গৌরবময় ৭৫ বছর উদযাপন করছি।’

https://x.com/ANI/status/1883380050885849362?t=xpPEW8lgORoapHJzDui9Dw&s=19

রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে কুচকাওয়াজ শুরু হয়ে তা কর্তব্যপথ ধরে এগিয়ে চলে লালকেল্লায় শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট।

https://x.com/ANI/status/1883385790371418609?t=1bPKRAAKBfFGwYZjijAxBw&s=19

আজকের কুচকাওয়াজে নজর কাড়ল  ভারতীয় সেনার বেশ কিছু নয়া অস্ত্র যার মধ্যে রয়েছে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক, এনএজি মিসাইল সিস্টেম, প্রলয়, ব্রহ্মোস, আকাশ ইত্যাদি।

https://x.com/ANI/status/1883374414613635527?t=M-jzxsXs01hSbClk68Vipg&s=19

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কী কী চমক ছিল ভারতের সামরিক শক্তি ?

২০২৫ সালে এসে বিশ্বের মধ্যে পাওয়ার ইনডেক্স বা শক্তি সূচকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছে ভারত। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারত তার সামরিক শক্তির প্রদর্শন করে থাকে। কর্তব্যপথের কুচকাওয়াজে এই বছরও তার ব্যতিক্রম হল না। তবে এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনার (Republic Day 2025) তিনটি শাখা একত্রে একটি ট্যাবলোতে থাকবে। ভারতের বায়ুসেনা, নৌসেনা এবং সামরিক বাহিনী একত্রে এই ট্যাবলোতে তাদের শক্তি প্রদর্শন করেছে যার থিমের নাম দেওয়া হয়েছে, ‘সশক্ত অউর সুরক্ষিত ভারত’ অর্থাৎ শক্তিশালী এবং সুরক্ষিত ভারত। এই বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।

https://x.com/ANI/status/1883386035331355002?t=oiwJMJS2OBI2f6BsGV_6Ag&s=19

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কী কী নজর কাড়ল ?

কর্তব্যপথে আজকের কুচকাওয়াজে নজর কাড়ল ভারতীয় সেনার বেশ কিছু নয়া অস্ত্র যার মধ্যে রয়েছে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক, এনএজি মিসাইল সিস্টেম, ব্রহ্মোস, আকাশ অস্ত্র ব্যবস্থা ইত্যাদি।

টি ৯০ ট্যাঙ্ক
এটি একটি মেন ব্যাটল ট্যাঙ্ক (Republic Day 2025) যা ২০০৩ সাল থেকেই ভারতীয় সেনারা ব্যবহার করে আসছে। রাশিয়ান টি৯০ এস ডিজাইনের উপর ভিত্তি করে এই থার্ড জেনারেশনের অস্ত্র নির্মিত হয়েছে। প্রতি মিনিটে এই ট্যাঙ্ক থেকে ৮০০টি শেল বর্ষণ করা যায় শত্রুপক্ষের উপর। অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলকে নির্দেশ দেয় এই ট্যাঙ্ক।
নাগ মিসাইল সিস্টেম ।

নাগ মিসাইল সিস্টেম

এটি আদপে একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যা ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নির্মাণ করেছে। শত্রুপক্ষের শক্তিশালী ট্যাঙ্ক ধ্বংস করে দেবে এই নাগ মিসাইল। ৫০০ মিটার থেকে ১০ কিলোমিটারের দূরত্বে থাকা যে কোনো শত্রুশিবির নিমেষে ধ্বংস করে দিতে পারে এই নাগ মিসাইল। ১৩ জানুয়ারি এই মিসাইলের সাম্প্রতিক ভ্যারিয়ান্টের পরীক্ষা হয় পোখরানে। এতে নিশানাকে বিদ্ধ করার আগে লক্ষ্য নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় ইমেজিং ইনফ্রারেড সিকার। ৯০ শতাংশ ক্ষেত্রেই লক্ষবিদ্ধ করতে সক্ষম এই অস্ত্র।

ব্রহ্মোস মিসাইল
ব্রহ্মোস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যা ভারত ও রাশিয়ার যৌথ সহায়তায় নির্মিত হয়েছে। ডুবোজাহাজ, জাহাজ, বিমান, এমনকী স্থলভাগের যে কোনো জায়গা থেকে এই ব্রহ্মোস মিসাইল উৎক্ষেপণ (Republic Day 2025) করা যায়। ৫০০ কিমি পর্যন্ত এর রেঞ্জ রয়েছে। স্থলভাগ হোক বা সমুদ্র, ব্রহ্মোস অনায়াসে লক্ষ্যভেদে সক্ষম। ২.৫ সেকেন্ডের ব্যবধানে পরপর ৮টি মিসাইল উৎক্ষেপণ করতে পারে এই ব্রহ্মোস লঞ্চার।

https://x.com/ANI/status/1883389480364872044?t=CsdTAPw7y8OS7q3fLXA9dA&s=19


পিনাকা মিসাইল সিস্টেম

দেশে নির্মিত একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এই পিনাকা মিসাইল সিস্টেম। মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যেই ১২য় রকেট ছুঁড়তে পারে এই মিসাইল সিস্টেম, ৪০ কিমি থেকে ৭৫ কিমি রেঞ্জ রয়েছে টার্গেটের। ডিআরডিও এর টার্গেট ১৫০ কিমিতে বাড়ানোর পরিকল্পনা করেছে। গত বছর নভেম্বর মাসে আর্মেনিয়াতে ভারতের প্রথম পিনাকা মিসাইল সরবরাহ করা হয়।

প্রলয়
এটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হিসেবে নির্মিত হয়েছে। আর আজকের প্রজাতন্ত্র দিবসের সবথেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এই প্রলয়। এই প্রথমবার প্যারেডে দেখা যাবে এই মিসাইলকে। ১৫০ থেকে ৫০০ কিমির রেঞ্জ রয়েছে এতে, ৩৫০ কেজি থেকে ৭০০ কেজি পর্যন্ত ভারবহনে সক্ষম এই মিসাইল। এর মধ্যে উচ্চমাত্রার বিস্ফোরক এবং পেনিস্ট্রেশন-কাম-ব্লাস্ট টাইপ অস্ত্রও বহন করা যাবে সহজে। দ্রুত ডিপ্লয়মেন্টের জন্য এটি একটি সচল লঞ্চারে রাখা হবে। চিন ও পাকিস্তানের সীমানা সুরক্ষার কাজে ব্যবহৃত হবে এই প্রলয়।

https://x.com/ANI/status/1883387226643661145?t=s1bs1A6-8Yzj4VeiR6kogQ&s=19

Previous articleUttarbanga উত্তরবঙ্গের রসিক বিল পাখিদের স্বর্গরাজ্য ,শীতের মরশুমে ঘুরে আসুন
Next articleFood Festival পার্ক প্রাইম হোটেলে গোয়ান সি ফুড ফেস্টিভ্যাল: কলকাতায় সামুদ্রিক স্বাদের এক মহোৎসব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here