Republic Day 2023 Live প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামিল মিশরীয় সেনা, দর্শকাসনে প্রধানমন্ত্রী মোদী-রাষ্ট্রপতি মুর্মু , মা দুর্গা ও নারী শক্তির ক্ষমতায়ন…’ দিল্লির কুচকাওয়াজে প্রদর্শিত হচ্ছে বাংলার ট্যাবলো

0
504

Republic Day 2023 Live Updates: নৌসেনার কুচকাওয়াজ দিয়ে শুরু প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, কিছুক্ষণেই ওয়ার মেমোরিয়ালে যাবেন প্রধানমন্ত্রী

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামিল মিশরীয় সেনা, দর্শকাসনে প্রধানমন্ত্রী মোদী-রাষ্ট্রপতি মুর্মু

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্রাহ্মোস মিসাইল প্রদর্শনী

ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা! গুগলের ডুডলে ফুটে উঠল ইন্ডিয়া গেট-কুচকাওয়াজ৷

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ, ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী দিল্লি সহ দেশের প্রতিটি রাজ্যে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস । প্রতি বছরের মতো এ বছরও, লালকেল্লায় ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কর্তব্যপথে যে কুচকাওয়াজ হবে, তাতে দর্শক হিসাবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লি। আজ সকাল সাড়ে ১০টায় দিল্লির বিজয় চক থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। লালকেল্লা হয়ে তা শেষ হবে কর্তব্যপথে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য দিল্লি পুলিশের তরফে ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে।

প্রতীক্ষার অবসান। মা দুর্গা ও নারী শক্তির ক্ষমতায়ান। প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে এটাই এবার পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম। আর এই ট্যাবলো এদিন দিল্লির কুচকাওয়াজে প্রদর্শিত হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি রাজ্যের এই নয়া ভাবনার ট্যাবলোকে অনুমোদন করেছে।

এই অনুমোদনের খবর নবান্নে আগেই এসে পৌঁছেছিল। যদিও অনুমোদন দেওয়ার আগে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞ কমিটি মনে করলে কুচকাওয়াজের আগের দিন শেষ লগ্নে বাতিল করে দিতে পারে। তাই রাজ্য সরকার এবার অনেক সতর্ক। যাতে তীরে এসে তরী না ডোবে। গত বছরই দিল্লির প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষ চন্দ্রের ১২৫ বছরের জন্মবার্ষিকীতে তৈরি পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্র। এ নিয়ে রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছিল।

ট্যাবলোয় কী থাকছে? স্বপরিবারে-লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিককে নিয়ে এক চিত্রে মা দুর্গার অবস্থান। ট্যাবলোর অগ্রভাগে একটি কলাগাছের দু’ধারে দুই মহিলা শঙ্খ বাজিয়ে মহাশক্তির আগমণীর বার্তা দিচ্ছেন। আর মাকে ঘিরে রয়েছেন মহিলারা। ঢাক, কাঁসর ঘণ্টা বাজিয়ে বরণ করছে। লক্ষ্য, জগত সৃষ্টির মূলে ‘মা’ অর্থাৎ নারী শক্তি। সেই নারীর ক্ষমতায়নের কথাই বলা হয়েছে। যার প্রতিফলন আমরা পাই মা দুর্গার মধ্যে। তাই দুর্গা পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের একটা উৎসবে রূপান্তরিত হয়েছে। এটাই বিশ্বের সামনে তুলে ধরা।

প্রসঙ্গত, ইউনেস্কো ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গা পুজোকে ইনট্যানজেবিল হেরিটেজ মর্যাদা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোর এই স্বীকৃতিকে স্মরণ করতে গতবারেই দুর্গা পুজোকে ঘিরে এক মাস ধরে রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করেছিলেন। কার্নিভালের মধ্যে দিয়ে যার সমাপ্তি হয়। সূত্রের খবর, শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেদের নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি তৈরি করেন। তাঁরাই বিভিন্ন সময় ট্যাবলোর রূপরেখা দেখে বিচার বিশ্লেষণ করে নির্বাচিত করেন। এর জন্য অনেক সময়ই ট্যাবলোর রূপরেখার কিছুটা পরিবর্তন করার সুপারিশও করা হয় বিশেষজ্ঞ কমিটি থেকে। যেমন এবার পশ্চিমবঙ্গের ট্যাবলোর ক্ষেত্রে হয়েছিল। প্রথমে এই ট্যাবলোর অগ্রভাগে মঙ্গলঘট বসানো হয়েছিল। বিশেষজ্ঞ কমিটি মঙ্গলঘটের বদলে কলাগাছ ও দুই মহিলা শাঁখ বাজাচ্ছেন এমন দৃশ্য রাখার প্রস্তাব দেয়। রাজ্য সরকার তা মেনে নিয়ে নতুন করে রূপরেখা পেশ করার পরই বিশেষজ্ঞ কমিটি অনুমোদন দিয়েছে।

কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতাতেও ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন। কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো। রেড রোড-সহ কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা। বুধবার রাত ১০টা থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ-সহ গাড়ি পার্কিংয়েও কড়াকড়ি করা হয়েছে। 

তামিলনাড়ুতে শুরু প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

প্রজাতন্ত্র দিবসে চেন্নাইয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি। উপস্থিত ছিলেন তামিলনা়ড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিনও।

পিআইবি সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বিজয় চক থেকে কুচকাওয়াজ শুরু হবে। এরপরে তা লালকেল্লা, তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ, সি-হেক্সাগন, সুভাষ চন্দ্র বসু মার্গ হয়ে কর্তব্যপথে এসে শেষ হবে। নিরাপত্তার জন্য বুধবার সন্ধে ৬টা থেকেই কর্তব্যপথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ না হওয়া অবধি এই রাস্তা বন্ধই থাকবে।  কর্তব্যপথে কুচকাওয়াজের পাশাপাশি আজ লালকেল্লায় ‘ভারত পর্ব’ বলে একটি বিশেষ অনুষ্ঠানও শুরু হবে। আগামী ৩১ জানুয়ারি অবধি চলবে এই অনুষ্ঠান।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেশের বীর জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে তিনি লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কর্তব্যপথের কুচকাওয়াজ অনুষ্ঠানেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি। বুধবার তিনি ভারতের মাটিতে পা রাখেন। বুধবার তাঁকে দেশে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদী টুইট করে লেখেন, “প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসিকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাই। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আপনার সামিল হওয়া সকল ভারতীয়ের কাছে অত্যন্ত খুশির খবর। আপনার সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী।”

এ দিন মিশরের প্রেসিডেন্ট সিসি সকালে প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়েরও। আগামী ২৭ জানুয়ারি তিনি মিশরে ফিরে যাবেন ৷

৭৪তম প্রজাতন্ত্র দিবসে (Republic Day) ভারতকে (India) ডুডলের (Google Doodle) মাধ্যমে অভিনব শুভেচ্ছা জানাল গুগল। আমদাবাদের শিল্পী পার্থ কোথেকারের বানানো ওই ছবিটিতে ফুটে উঠেছে রাষ্ট্রপতি ভবনের ছবি এবং ইন্ডিয়া গেট। সঙ্গে রয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, সিআরপিএফের মার্চ।
হাতে আঁকা হলেও পরে সেই কাগজটিকে খুব নিপুণভাবে কেটে নেওয়া হয়েছে। এধরনের আর্টওয়ার্ক ভীষণই জটিল। তবে দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেই জটিল কাজই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী পার্থ কোথেকার।

এই প্রথম নয়, আগেও একাধিকবার ডুডলের মাধ্যমে বিভিন্ন বিষয় ফুটিয়ে তুলতে দেখা গেছে গুগলকে। কখনও ভারতের স্বাধীনতা দিবস, কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, কখনও আবার কোনও নামী ব্যক্তির জন্মদিন, সবসময়েই অভিনবভাবে শুভেচ্ছা জানায় গুগল। আজকেও আর অন্যথা হল না।

Previous articleSaraswati Puja: সরস্বতী পুজোর রং ছড়িয়ে দিন হোয়াটসঅ্যাপেও
Next articleBurdwan: প্রযুক্তির দৌলতে বিপন্ন প্রকৃতি, বাণী বন্দনায় থিমে টক্কর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here