দেশের সময়: কোঙ্কন রেলে চাকরি দেওয়ার নামে বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল এক ইউটিউবারের বিরুদ্ধে। অনেকের কাছ থেকে এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ইউটিউবার গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটের পর থেকে অবশ্য দলবিরোধী কার্যকলাপের জন্য তাঁকে ‘সেনসর’ করা হয়েছে। বর্তমানে তিনি রেলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সেই পরিচয়কে কাজে লাগিয়ে বহু যুবক যুবতীর কাছ থেকে তিনি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন বলে অভিযোগ। যদিও যাঁরা টাকা দিয়েছেন তাঁরা চাকরি পাননি। এরপরই তাঁরা দ্বারস্থ হয়েছেন পুলিশের। এর আগেও ওই ইউটিউবার গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি নিয়ে অবশ্য রেল কর্তৃপক্ষের কোনও বক্তব্য জানা যায়নি|