Ratna Rashid Banerjee: মমতাকে বাংলা আকাদেমির সম্মান , প্রতিবাদে পদ-ত্যাগ সাহিত্য অকাদেমি থেকে, পুরস্কার ফেরাচ্ছেন রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়

0
1126

দেশের সময় ওয়েবডেস্কঃ নিরলস সাহিত্য সাধনা’র জন্য পঁচিশে বৈশাখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলা আকাদেমির বিশেষ সম্মান। তার তীব্র প্রতিবাদ জানালেন লোকসংস্কৃতি গবেষিকা ও সাহিত্যিক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ২০১৯ সালে বাংলা আকাদেমি থেকে পাওয়া ‘অন্নদাশঙ্কর রায় সম্মান’ ফিরিয়ে দিলেন।

অন্য দিকে, সাহিত্য অকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আন্দামানের বাসিন্দা অনাদিরঞ্জন বিশ্বাস। তিনি ওই পরিষদের সদস্য ছিলেন। বিবৃতি প্রকাশ করে অনাদি জানিয়েছেন, কলকাতায় রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন কবিতাকে যে ভাবে অসম্মান করা হয়েছে, তাতে তিনি বিরক্ত। সেই কারণেই ওই পদ থেকে পদত্যাগ করেছেন ৷

বাংলা আকাদেমির সভাপতিকে চিঠি লিখে সেই কথা জানিয়েছেন বর্ধমানের রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় চিঠির পরতে পরতে তিনি মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, ‘মুখ্যমন্ত্রীকে এই পুরস্কার প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি শুধুমাত্র একটি ন্যক্কারজনক দৃষ্টান্ত তৈরি করেছে তাই নয়, এর মাধ্যমে বাংলা সাহিত্যের সত্যিকারের নিরলস চর্চায় রত সমস্ত মানুষকে অপমানিত করেছে।’

উল্লেখ্য, ২০১৯ সালে ২৬ জুলাই বাংলা আকাদেমির তরফে অন্নদাশঙ্কর স্মারক সম্মানে ভূষিত করা হয়েছিল রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়কে । কিন্তু সেই সম্মান এবার ফিরিয়ে দিতে চাইলেন রত্নাদেবী। তিনি চিঠিতে জানান, “অন্নদা শঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দিচ্ছি।” সেই সম্মানের সঙ্গে দেওয়া স্মারক বাংলা আকাদেমির ঠিকানায় অবিলম্বে পাঠিয়েও দেবেন বলে চিঠিতে জানান

Previous articleCyclone Asani: বিপদ কেটে গেছে! বাংলায় ‘অশনি’-র প্রভাব তেমন পড়বে না বলে জানাল হাওয়া অফিস
Next articleMamata Banerjee: বারবার অভিযোগ উঠছে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে, বুধবার জরুরি বৈঠক ডাকলেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here