Ration Scam Sankar Addhya: এবার মুখ খুললেন বালু ‘ঘনিষ্ঠ’ শঙ্কর, কি বললেন শাসক নেতা

0
231

শঙ্করের স্ত্রী জ্যোৎস্না আঢ্য শুক্রবার রাত থেকেই দাবি করে আসছেন, এক ইডির অফিসার নাকি তাঁদের বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের জন্যই শঙ্করকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে আসা হলে, জ্যোতিপ্রিয়র প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল শঙ্করকে।


দেশের সময়, কলকাতা: গ্রেফতারির পর সাংবাদিকদের সামনে প্রথম প্রতিক্রিয়া বনগাঁর দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর। পুরোটাই চক্রান্ত বলেই মনে করছেন তিনি। গ্রেফতারি নিয়ে প্রশ্ন করতেই বললেন, ‘অবশ্যই চক্রান্ত।’ শঙ্করের স্ত্রী জ্যোৎস্না আঢ্য শুক্রবার রাত থেকেই দাবি করে আসছেন, এক ইডির অফিসার নাকি তাঁদের বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের জন্যই শঙ্করকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে আসা হলে, জ্যোতিপ্রিয়র প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল শঙ্করকে। তৃণমূল নেতার অবশ্য দাবি, রাজনৈতিকভাবেই জ্যোতিপ্রিয়র সঙ্গে পরিচয় ছিল তাঁর । বললেন, ‘রাজনৈতিকভাবে চিনতাম।’

শঙ্কর আঢ্যর গ্রেফতারির পর থেকেই অবশ্য তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য ‘চক্রান্তের তত্ত্ব’ বলে আসছিলেন। শুক্রবার মধ্যরাতে যখন ইডির অফিসাররা শঙ্করকে গ্রেফতার করেন, তখনই তৃণমূল নেতার স্ত্রী বলেছিলেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে শঙ্করকে। পুরোটাই নাটক বলে দাবি ছিল তাঁর। জ্যোৎস্না আঢ্যরও বক্তব্য,  রাজনৈতিক সম্পর্কের বাইরে আর কোনও সম্পর্ক জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁদের ছিল না। জ্যোতিপ্রিয় মল্লিক দলের জেলা সভাপতি হওয়ার সুবাদেই বাকিদের সঙ্গে যেমন যোগাযোগ ছিল, তাঁদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল বলে দাবি শঙ্কর-জায়ার।

জ্যোৎস্না আঢ্যের বয়ান অনুযায়ী, শঙ্কর আঢ্যকে গ্রেফতার  করার ঠিক ১৩ মিনিট আগে তাঁকে একটি কাগজ দেখিয়েছিলেন এক ইডি আধিকারিক। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল। সেই কাগজে আর ঠিক কী ছিল? কী বলছেন শঙ্কর আঢ্যর স্ত্রী? ইডি দফতরের বাইরে গাড়িতে বসে সকালে তাঁর স্ত্রী বলেন, “সারাদিন অফিসাররা ব্যবসা নিয়েই কথা বলল। ১২.১৫ সময়ে এক ইডি অফিসার ব্যাগের থেকে কাগজ বার করে দেখালেন, বললেন, জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বণ্টনের সঙ্গে আপনার স্বামীকে অ্যাটাচ করা হচ্ছে। তখন তো আমরা অবাক।”

প্রশ্ন উঠছে, ঠিক কী কাগজ দেখিয়েছিলেন ইডি আধিকারিক, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল। রাত ১২.১৫ মিনিটে ওই কাগজ দেখানোর মিনিট পনেরো পরই শঙ্কর আঢ্যকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। আর তারপরই বেরিয়ে যাওয়ার সময়ে শঙ্কর অনুগামীদের ইডি-র গাড়িতে হামলা। তাহলে প্রশ্ন, ওই কাগজ কি তবে কোনও গুরুত্বপূর্ণ নথি, যা দেখে ‘অবাক’ হয়ে গিয়েছিলেন শঙ্করের স্ত্রী।

স্ত্রীর দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অন্য সকলের মতো শঙ্করেরও যোগাযোগ ছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে রাজনীতির সূত্রেই যোগাযোগ। জেলার উন্নয়ন নিয়েই শঙ্করের কথা হত প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে। রেশন দুর্নীতির সঙ্গে শঙ্করের কোনও যোগাযোগ নেই।

অন্যদিকে, শঙ্কর কন্যা বলেন, “অবশ্যই চক্রান্ত, রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে। কোনও লেনদেন নেই বাবার সঙ্গে। আইনের কাছে আবেদন যেন সঠিকভাবে বিচার হয়।” তবে এর পিছনে ঘোরতর চক্রান্ত রয়েছে বলেই দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “কে চক্রান্ত করেছে বলতে পারছি না, তদন্ত যত এগোবে জবাব দিয়ে দেব।” তবে এটাও তিনি বলেছেন, ” টাকা যেটা উদ্ধার হয়েছে, সেটা একজন সাধারণ মানুষের বাড়িতে থাকতেই পারে।” উল্লেখ্য, শঙ্কর আঢ্য বাড়ি থেকে সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করেছেন আধিকারিকরা। সেই টাকার উৎসই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

ইডি জানতে পেরেছেন,  শঙ্কর ওরফে ডাকুর একাধিক সংস্থা রয়েছে। ইডি-র অভিযোগ, শঙ্কর এবং তাঁর পরিবার একাধিক বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসার সঙ্গে যুক্ত। রয়েছে অর্থলগ্নি সংস্থাও। ইডি নজরে সেই সংস্থা গুলির আর্থিক লেনদেন। এই আর্থিক দুর্নীতির সঙ্গে রেশন বা শিক্ষা দুর্নীতির যোগ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Previous articleBongaon Attack on ED: টার্গেট ইডি!বনগাঁর বেতাজ বাদশা শঙ্কর আঢ্যরকে গ্রেফতার করতেই গাড়িতে ইট বর্ষণ : দেখুন ভিডিও
Next articleShankar Adhya : বালুর আশ্রয়ে বনগাঁ সীমান্তের বাদশা শঙ্কর আঢ্য, পার্কিং লটে কেরিয়ার শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here