দেশের সময় , কলকাতা: রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা তথা বনগাঁর প্রক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের অভিযোগ, হেফাজতে থাকাকালীন তাঁকে দিয়ে জোর করে কিছু নথিতে সই করিয়েছেন ইডি-র অফিসারেরা। জেল থেকেই নিম্ন আদালতের বিচারকের কাছে চিঠি লিখে এ কথা জানিয়েছেন তিনি।
শনিবার কলকাতার বিচার ভবনে বিশেষ সিবিআই কোর্টে শঙ্করকে হাজির করানো হয়েছিল। সেখানেই তাঁর আইনজীবীরা জেলে বসে লেখা ওই চিঠির প্রসঙ্গ তোলেন। ইডি-র আইনজীবীরা জানান, এই অভিযোগ খতিয়ে দেখা প্রয়োজন। তাই এ ব্যাপারে শুনানির জন্য অন্য দিন ধার্য করা হোক। আগামী ২০ ফেব্রুয়ারি এ ব্যাপারে শুনানি হবে বলে জানান বিচারক। শঙ্করকে এ দিন আগামী ২ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
এ দিন শঙ্কর কোর্টে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি বিচারককে বলেন, ‘‘আমার একটি কিডনি নেই। হার্টের ধমনীতে ৭০ শতাংশ ব্লকেজ রয়েছে। আমি অসুস্থ। সংশোধনাগারে পর্যাপ্ত চিকিৎসা ও শারীরিক পরীক্ষা হচ্ছে না।’’ এ ব্যাপারে বিচারক লিখিতভাবে আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে খবর।
এ দিন ইডি-র বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শঙ্করকে প্রশ্ন করলে তিনি শুধু বলেন, ‘‘ভগবান আছেন। তিনি সব বিচার করবেন।’’
এ দিন শঙ্করের আইনজীবীরা অবশ্য জামিনের আর্জি জানাননি। তবে যাঁর চিঠির সূত্রে শঙ্করের খোঁজ পেয়েছিল ইডি সেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তরফে জামিনের আর্জি কোর্টে জানানো হয়েছিল। আগামী ২০ ফেব্রুয়ারি সেই আবেদনেরও শুনানি হতে পারে বলে কোর্ট জানিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য , ইডি দাবি করেছে, শঙ্করের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবসার মাধ্যমেই রেশন দুর্নীতির টাকা পাচার হয়েছে। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়র চিঠিতেই এই মামলায় শঙ্করের নাম প্রকাশ্যে এসেছে ।