Rathyatra: অতিমারি আবহ কাটিয়ে আবার স্বমহিমায় কোলাঘাট রাধামাধব মন্দিরে রথ, ধুমধাম করে হল স্নানযাত্রা

0
396

মদন মাইতি, পূর্ব মেদিনীপুর : অতিমারি আবহে টানা দু’বছর বন্ধ ছিল রথযাত্রা।

অতিক্রান্ত হয়েছে দীর্ঘ অতিমারি পর্ব। এবারে আবারও স্বমহিমায় ঘুরবে কোলাঘাট রাধামাধব মন্দিরের রথের চাকা। ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হবে আগামী ১৬ আষাঢ়।

প্রাচীন রীতি অনুযায়ী রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব হয়। অক্ষয় তৃতীয়ায় চন্দন উৎসবের ৪২ দিনের মাথায় হয় স্নানযাত্রা। নিয়ম মোতাবেক মঙ্গলবার রাধামাধব মন্দিরে আয়োজন করা হয় স্নানযাত্রা উৎসব। 

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রাধামাধব মন্দিরে প্রাচীন প্রথা অনুযায়ী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন করা হয়, জানা গিয়েছে চল্লিশ বছর ধরে এই রথ যাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেবের আলোচনাতে মেতে ওঠে বহু মানুষ, এই দিন সকাল থেকেই পুজো পাঠের মধ্য দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন করা হয় ৷

স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্ত্বরে বহু ভক্তের সমাগম হয়। এদিন সকাল থেকেই ছিল সাজো সাজো রব। সকালেই জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের সামনে বের করা হয়। চলে পুজো পাঠ।

মন্দিরের পুরোহিত ভীম চন্দ্র দাস জানিয়েছেন রথ যাত্রার ১৫ দিন আগে থেকেই প্রাচীন প্রথা মেনে পুজো পাঠের মধ্য দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রক্রিয়া শেষ করা হয়৷ এরপর ১৫ দিন ধরে চলবে এই পূজো পাঠ, তারপরই রথ যাত্রা, হাজার হাজার মানুষ এই রথযাত্রায় সামিল হয়ে থাকেন প্রতি বছর ৷

Previous articleNeeraj Chopra: সর্বকালের সেরা থ্রো করে নয়া জাতীয় রেকর্ড গড়ে রুপো নীরজের
Next articleAccident: ‌‌বাঁকুড়ায় ভয়ানক দুর্ঘটনা, গাড়িতে ধাক্কা ডাম্পারের,‌ মৃত অন্তত ৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here