দেশের সময় ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
না ফেরার দেশে পাড়ি দিলেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। বুধবার রাতে মৃত্যু হয় তাঁর। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইটে গভীর শোক প্রকাশ করে টাটা গোষ্ঠীর কর্ণধারের প্রয়াণের খবর সামনে এনেছেন।
গত সোমবার সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। কিন্তু এর কিছু পরে তিনি নিজেই সোশ্যাল পোস্টে জানান, সেটা ভুল খবর। তিনি ঠিক আছেন। কিন্তু বুধবার আরও একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট দাবি করে, রতন টাটা হাসপাতালে ভর্তি এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
এর আগে জানা গেছিল, নর্মাল হেলথ চেকআপের জন্য হাসপাতালে গেছিলেন রতন টাটা। কিন্তু বুধবার বিকেলে সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করাহ., রতন টাটা সত্যি আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, আচমকা তাঁর রক্তচাপ নেমে যাওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এবার টুইটে তাঁর মৃত্যুর খবর জানালেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। জানা যাচ্ছে, রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এজন্য নিয়মিত চেকআপেও থাকতে হত তাঁকে।
https://x.com/hvgoenka/status/1844073874268487750?t=zIFz94rMQZf70qiuSByhRw&s=19
টুইটে রতন টাটাকে ‘টাইটান’এর সঙ্গে তুলনা করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, ‘ঘড়ির কাঁটা থেমে গেছে। টাইটান প্রয়াত হয়েছেন।’ ব্যবসা এবং তার বাইরেও রতন টাটার সততা এবং জনহিতৈষীর প্রশংসা করে গোয়েঙ্কা লিখেছেন, ‘চিরকাল উনি আমাদের স্মৃতির শিখরে থাকবেন।’ বস্তুত, টাটা গোষ্ঠীর প্রধান কর্ণধারের প্রয়াণে গভীর শোক নেমে এসেছে শিল্প মহলে।
প্রসঙ্গত, গত সোমবারের খবর অনুযায়ী, রতন টাটাকে রাত সাড়ে ১২টা থেকে ১ টার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এও প্রকাশিত হয়, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহরুখ আস্পি গোলওয়ালার তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। তবে রতন টাটা নিজেই ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করে জানান, এই খবরটি ভুল।
সূত্রের খবর, শেষ মুহূর্ত পর্যন্ত রতন টাটা চাননি তাঁর অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়ুক। সেক্ষেত্রে টাটা গোষ্ঠীর একাধিক সংস্থায় কর্মীদের কাজে প্রভাব পড়তে পারে বলে ঘনিষ্ঠ মহলে উদ্বেগও প্রকাশ করেছিলেন তিনি।