Rampurhat Clash: বগটুই-কাণ্ডে গ্রেফতার আনারুল হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

0
381

দেশের সময় ওয়েবডেস্কঃ ১৪ দিনের পুলিশ হেফাজত, বগটুই গণ হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া আনারুল ইসলামকে এমনই সাজা শোনাল রামপুরহাট মহকুমা আদালত। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গতকালই তারাপীঠ থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। আজ তাঁকে আদালতে তোলা হয়েছিল।

এদিন আদালতে আসার পর অবশ্য তিনি দাবি করেন যে, তিনি নির্দোষ। তিনি বলেন, ‘আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি।’ শুক্রবার তাঁকে সহ এই কাণ্ডে ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বগটুই গ্রামে আগুন লাগানোর ঘটনা তিনি জানতেন তবুও পুলিশকে জানাননি।

রামপুরহাট মহকুমা আদালত চত্বরে এদিন ছিল কঠোর পুলিশি ব্যবস্থা। বগটুই কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির নজরদারিতে চলবে তদন্ত।

আদালতের নির্দেশ, তদন্তের স্বার্থে সিট আর কোনও পদক্ষেপ করতে পারবে না। সিবিআইয়ের হাতে ধৃতদের তুলে দিতে হবে। সন্দেহভাজনদেরও নিজেদের হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৭ এপ্রিলের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট হাই কোর্টে জমা দিতে হবে সিবিআইকে। এখন এটাই দেখার আনারুলকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় কিনা।

Previous articleWeather Update: মেঘলা আকাশ, বিকেলের পর বজ্রবিদ্যুৎ-‌সহ বৃষ্টির পূর্বাভাস
Next articleLocal Train বনগাঁ সহ মেইন শাখার জন্য বড় সিদ্ধান্ত, স্টপেজ বাড়ছে গ্যালোপিং ট্রেনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here