অঙ্কিতা বনিক, বনগাঁ : ১৮ জানুয়ারি,রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এর বড় মহারাজ,পূজনীয় স্বামী নিত্যানন্দজি মহারাজের ১১ তম বার্ষিক ভান্ডারা ও নর নারায়ণ সেবা পালিত হল বনগাঁ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এ। দেখুন ভিডিও
স্বামী নিত্যানন্দজি মহারাজ ১ নভেম্বর,১৯৩৩সালে পূর্ববঙ্গের (বর্তমানে বাংলাদেশ) বরিশাল জেলার হিজলা থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরিভূষণ চক্রবর্তী ও মাতার নাম প্রয়াত মানদা সুন্দরী দেবী ।
- ১৯৪৪সালের ডিসেম্বরের প্রথম দিকে, তিনি কয়েকজন হতভাগ্য ছেলেকে নিয়ে রহরা আশ্রমে যান এবং আশ্রম স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন।তিনি স্বামী পুণ্যানন্দজীর স্নেহ ও নির্দেশনায় দীর্ঘ ৩২ বছর রহরা আশ্রমে এবং কালানুক্রমিকভাবে ছাত্র, কর্মী, ব্রহ্মচারী এবং সন্ন্যাসী হিসাবে বসবাস করেন। পুণ্যানন্দজীর জীবদ্দশায় তিনি স্কুলের প্রধান শিক্ষক, অধ্যাপক, কলেজের অধ্যক্ষ এবং সহকারী সচিব হিসেবে কাজ করেন।এরপর তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশন, বেলুড় ত্যাগ করেন ১৭ অক্টোবর, ১৯৭৬ সালে এবং ব্যারাকপুরে ২০ জন উপজাতীয় শিশুদের নিয়ে একটি নতুন সংস্থা স্থাপন করেন। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন গঠিত হয়েছিল এবং ১ নভেম্বর, ১৯৭৬ সালে ৷ 1 ১ জানুয়ারী ১৯৭৭- এ ২০ জন দুস্থ আদিবাসী ছেলেদের নিয়ে কার্যক্রম শুরু হয়েছিল ।