Ram lalla Face Revealed চোখের বাঁধন খুলল বিগ্রহের, রামলালার রূপ দেখুন

0
256

দেশের সময় : প্রকাশ্যে এল শিশু রামের মুখের অবয়ব।

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আর মাত্র দুই দিনের অপেক্ষা। শেষ মুহূর্তের ফিনিশিং টাচ চলছে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ পুজোপাঠ-আচার বিধি। বৃহস্পতিবার গর্ভগৃহের আসনে উপবিষ্ট হয়েছেন রামলালা। গর্ভগৃহের আসনে উপবিষ্ট রামলালার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে।

আগামী সোমবার অযোধ্যার রামমন্দিরে যে নিকষ কালো পাথরের বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই মূর্তির ছবি প্রথম প্রকাশ্যে আসে শুক্রবার সকালে। তবে তখন তার মুখে কাপড় বাঁধা ছিল। চোখে বাঁধা ছিল কাপড়ের পট্টি। অবশেষে শুক্রবার বিকেলে সেই কাপড়ের আবরণ সরে প্রকাশ্যে এল রামলালা বা শিশু রামের মুখ।

২০১৯ সালে রাম মন্দির মামলায় রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। রায়দানকারী সেই বিচারপতিদের আমন্ত্রণ।
২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন দেশজুড়ে মানুষকে অকাল দীপাবলী পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। ঘরে ঘরে আলো দিয়ে সাজানোর আহ্বান।

শুক্রবার রামমন্দিরে ধান্য দিবসের উদ্‌যাপন রয়েছে। তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় পৌঁছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখে আসেন। তার পরেই রামমন্দির কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয় মূর্তির ছবি। তবে কালো পাথরের সেই মূর্তি তখনও আংশিক ঢাকা ছিল কাপড়ে। বিকেল সাড়ে চারটে নাগাদ সেই আবরণ খোলা হয়। দেখা যায়, কালো পাথরের মূর্তির হাতে সোনালি রঙের তির-ধনুক। নিখুঁত মসৃণ গড়ন মুখের। মাথায় চুড়ো করে বাঁধা চুল। মুখে স্মিত হাসি। কপালে সাদা-লাল তিলক। মোট দু’টি ছবি প্রকাশ্যে এসেছে। একটি দূর থেকে তোলা রামের ছবি। আর একটি কাছ থেকে নেওয়া রামের মুখের ছবি।

পাঁচ বছরের শিশুর আদলে গড়া হয়েছে অযোধ্যায় রামলালার বিগ্রহ। আগের মূর্তিটির থেকে আকারে অনেকটাই বড় এই শিশু রাম। অযোধ্যার রামমন্দিরে এই মূর্তিটির পাশাপাশি অবশ্য পুরনো মূর্তিটিও রাখা থাকবে। ‘প্রাণপ্রতিষ্ঠা’র পর দু’টি মূর্তিই পুজো করতে পারবেন ভক্তেরা।

রামলালার পুরনো বিগ্রহের সঙ্গে লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের বিগ্রহগুলি একটি অস্থায়ী মন্দিরে উপবিষ্ট। শুক্রবার রামলালার পরনে ক্রিম রঙের পোশাক পরেছিলেন। দিন অনুযায়ী ভগবানকে সাজানো হয়। সোমবার সাদা পোশাক পরা হয়, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার ক্রিম, শনিবার নীল এবং রবিবার গোলাপি পোশাকে সজ্জিত হন রামলালা।

শোভাযাত্রা করে গত বুধবার সন্ধ্যায় অযোধ্যার রামমন্দিরে নিয়ে আসা হয়েছিল ‘রামলালা’ বা শিশু রামের ৫১ ইঞ্চি উচ্চতার এই মূর্তিকে। বৃহস্পতিবার দুপুর ১টা ২৮ মিনিটে, ‘শুভ মুহূর্তে’ সেটিকে গর্ভগৃহের মূল বেদিতে প্রতিষ্ঠিত করা হয়।

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর মিডিয়া ইনচার্জ শরদ শর্মা প্রথম প্রকাশ্যে আনেন কাপড়ের আবরণে ঢাকা রামলালার ছবি।

মুখ ছিল হলুদ কাপড়ে মোড়া। গায়ে ছিল সাদা চাদর। এমনকি, হাত দু’টিও ছিল হলুদ কাপড় দিয়ে ঢাকা। এর পরে রামলালার বিগ্রহের আরও একটি ছবি প্রকাশ্যে আসে। সেই ছবিতে হলুদ এবং সাদা কাপড় সরিয়ে দেওয়া হলেও চোখে বাঁধা ছিল কাপড়ের পট্টি। গলায় পরানো ছিল গোলাপের মালা।

বিকেল সাড়ে চারটে নাগাদ রামের বিগ্রহের পূর্ণ অবয়ব প্রকাশ করা হয়। চোখের বাঁধন খুলে দেওয়া হয়। হাতে দেওয়া হয় অস্ত্র।

রাম লালার নতুন মূর্তির পবিত্রতায় দেশের বিখ্যাত ব্যক্তিত্বদের পাশাপাশি ৫৪টি দেশের ১০০ জন প্রতিনিধিও বিশেষ অতিথি থাকবেন। রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মরিশাস সহ অনেক ইউরোপীয়, আফ্রিকান এবং বৌদ্ধ দেশ থেকে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে।

হাজার হাজার মানুষ অযোধ্যায় আসছেন দর্শনের জন্য। বিশ্ব হিন্দু পরিষদ এখানে একটি স্টল স্থাপন করেছে, যেখানে ভক্তদের বিনামূল্যে চা ও বিস্কুট বিতরণ করা হচ্ছে।

২২ জানুয়ারি রাম মন্দিরের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে দূরদর্শনে। সকাল ১১টায় শুরু হবে লাইভ সম্প্রচার। চলবে দুপুর ১টা পর্যন্ত। সরাসরি সম্প্রচার দেখা যাবে ডিডি নিউজ ও ডিডি ন্যাশনাল চ্যানেলে। এছাড়াও ইউটিউব লিঙ্কে দেখা যাবে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার।

কাপড়ে আচ্ছাদিত রামলালার বিগ্রহটিকে বসানো হয়েছে গর্ভগৃহের আসনে। রামলালার ৫১ ইঞ্চির এই মূর্তিটি ভগবান শ্রী রামের পাঁচ বছরের শিশু রূপ।


রামলালার মূর্তির দৈর্ঘ্য ৫১ ইঞ্জি। উচ্চতা ৭ ফুট ১০ ইঞ্চি। ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান।


১৯ জানুয়ারি রয়েছে একাধিক আচার-বিধি পালনের অনুষ্ঠান। সকাল ৯টায় অরণিমন্থন। তার আগে গণেশ ও অন্য দেবদেবীর পুজো।

অযোধ্যায় রাম মন্দিরে অভিষেখ অনুষ্ঠানের কারণে ২২ জানুয়ারি গোটা দেশে কেন্দ্রীয় সরকারি অফিস অর্ধ দিবস বন্ধ থাকবে। ঘোষণা করা হয়েছে কর্মী মন্ত্রণালয়ের তরফে। দুপুর আড়াইয়ের পর বন্ধ হয়ে যাবে অফিস। কর্মীরা যাতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে পারেন এবং লাইভ সম্প্রচার দেখতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রাম জন্মভূমি মন্দিরের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। মোট ছয়টি ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এর মধ্যে রয়েছে রাম মন্দির, গণেশ, হনুমান, জটায়ু, কেবতরাজ এবং মা শবরীর ডাকটিকিট। টিকিটে রামমন্দির, মঙ্গল ভবন, অমঙ্গল হরি চৌপাই, সূর্য, সরয়ু নদী এবং মন্দিরের চারপাশের মূর্তিগুলি চিত্রিত করা হয়েছে।

রামলালার অভিষেক অনুষ্ঠানের আগে উত্তরপ্রদেশ ATS তিন সন্দেহভাজনকে আটক করেছে। কানাডায় নিহত সুখা ডাঙ্কে এবং আরশ ডাল্লা গ্যাংয়ের সাথে তাদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। UP-ATS, ও গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জিজ্ঞাসাবদ করছেন তাদের।

Previous articleIndia Book Of Records: মাত্র ২ বছর বয়সেই নিজের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ফেলল গাইঘাটার এক খুদে: দেখুন ভিডিও
Next articleNews of the Day : আজ আদালতে ‘ডাকু’ ওরফে শঙ্করের বিরুদ্ধে নতুন কী নথি পেশ করতে চলেছে ইডি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here