ওয়েবডেস্ক: এক ভাইকে তার বোনের রাখি পরানোর ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ৷
আপনারও মনে হতে পারে, ভাইকে বোন রাখি পরাবে এতে অবাক হওয়ার কী আছে? ভাইরালই বা কেন হবে? অবশ্যই আছে। কারণ জানলে আপনার চোখে জল আসতে বাধ্য।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডইনে একটি ছবি পোস্ট করেছেন বেদান্ত বিড়লা। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির ডান হাতে রাখি বাঁধছেন এক মহিলা। কিন্তু সেই ব্যক্তিটি নিস্পন্দ, নড়াচড়া করছেন না একটুও। করবেই বা কী করে, ওটা তো আসলে একটি পূর্ণাবয়ব মূর্তি। মূর্তিটি ভারতীয় জওয়ান গণপত রাম করওয়াসের যিনি জম্মু-কাশ্মীরে লড়াইয়ে শহিদ হয়েছিলেন।
ছবিটি রাজস্থানের জোধপুরের খুদিয়ালা গ্রামে তোলা। যে মহিলা মূর্তির হারে রাখি পরালেন তাঁর পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি শহিদ জওয়ানের বোন। ইতিমধ্যেই এই ছবি হাজার হাজার নেটাগরিকদের মন জয় করে নিয়েছে। লাইকই পড়েছে তিন হাজারের বেশি।
ছবি শেয়ার করা বেদান্ত বিড়লা লিখেছেন, ‘এটাই ভারতকে অবিশ্বাস্য করে তোলে। বিষাদ এবং গর্বের একটি মুহূর্ত। ভাইকে হারানোর দুঃখ আবার তিনি দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তার গর্ব। বেদান্ত জানিয়েছেন, জাঠ রেজিমেন্টের ওই জওয়ান ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর শহিদ হন।