Rajiv Sinha on Panchayat Election : পশ্চিমবঙ্গের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা

0
385

দেশের সময়: পশ্চিমবঙ্গের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা ৷ তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব ছিলেন ৷ রাজ্যের প্রস্তাবেই অবশেষে সিলমোহর দিলেন রাজভবন ৷

২৮ মে সৌরভ দাসের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই রাজ্য নির্বাচন কমিশনার পদটি ফাঁকা ছিল। এবার সেই পদে বসতে চলেছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা।
২৩ মে পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে রাজভবনে ফাইল পাঠিয়েছিল নবান্ন। তখন থেকেই নানা টালবাহানা চলছিল। সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে নোট পাঠিয়ে জানতে চেয়েছিলেন, কেন রাজীব সিনহার নাম প্রস্তাব করা হচ্ছে?

দ্বিতীয় নাম হিসাবে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠানো হয় বলে জানা যায় নবান্ন সূত্রে। তবে এতেও রাজি ছিল না রাজভবন। ফের তৃতীয় বিকল্পের নাম চেয়ে পাঠানো হয় রাজভবনের তরফে। মাঝে রাজ্যপাল সিভি আনন্দ বোধ মন্তব্য করেন সঠিক সময়েই রাজ্য নতুন নির্বাচন কমিশনার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও কিছুদিন আগেই রাজভবনের গড়িমসি নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানান, রাজভবনের নাম না পছন্দ হলে নাম ফেরত পাঠিয়ে দিতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য নির্বাচন কমিশনারের পদটি খালি পড়ে রয়েছে। এরকম সমস্যা আগে কোনওদিন তিনি পড়েননি বলেও জানান।

রাজীব সিনহা মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর ছিলেন ডব্লিউবিআইডিসির চেয়ারম্যান। পরে তাঁকে সেখান থেকে পাঠানো হয়েছে ডব্লিউবিআইআইডিসির চেয়ারম্যান পদে। এখনও তিনি সেই দায়িত্ব সামলাচ্ছেন। তবে রাজ্য নির্বাচন কমিশনার হলে এখনকার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে তাঁকে।

Previous articleRequirement 2023: বন্ধন ব্যাংকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ আবেদন করুন এক্ষুনি
Next articleGobardanga: প্রাচীন শহর গোবরডাঙার কয়েকটি স্থাপত্যকে ‘হেরিটেজ’ ঘোষণার পর কী বলছেন স্থানীয় মানুষ: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here