![](https://deshersamay.com/wp-content/uploads/2022/04/DS-EID-28042022-562x1024.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ ৫ দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ তাপমাত্রাও বেশ অনেকখানি কমবে। তবে অস্বস্তিজনক আবহাওয়ার হাত থেকে এখনই রেহাই মিলছে না।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/04/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে গাঙ্গেয় বঙ্গে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গুমোট গরম থাকবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি চলবে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/04/DESHER-SAMAY_20220414115443378.jpg)
আর শুধু আজই নয়, হাওয়া অফিসের পূর্বাভাস আগামীকাল ও আগামী পড়শু মঙ্গলবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে ঝড়বৃষ্টি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/04/IMG-20220430-WA0012.jpg)
এর মাঝেই আবার বঙ্গোপসাগরে জমাট বাঁধছে ঘূর্ণাবর্ত। যার জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। হাওয়া অফিস থেকে বলা হয়েছে, আগামী ৪ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। শুক্রবারের মধ্যেই তা পরিণত হবে নিম্নচাপে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/04/IMG-20220323-WA0014-1024x682.jpg)
এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। আপাতত ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে থাকবে বলে মনে করা হচ্ছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/04/annapurna-car-bazar-new-ad-1-1024x768-1.jpg)
বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে উত্তরবঙ্গেও। পূর্বাভাস অনুযায়ী, উত্তরের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/04/dey-scaled.jpg)
আলিপুরপ হাওয়া অফিস জানিয়েছে আপাতত এ রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা জম্মু এবং বিদর্ভে তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/04/maasaradaroadlines02-scaled.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/04/1642592643433-631x1024-1.jpg)