Rain: বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও ৫ দিন! আজও বৃষ্টি হবে? ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে

0
665

দেশের সময় ওয়েবডেস্কঃ ৫ দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ তাপমাত্রাও বেশ অনেকখানি কমবে। তবে অস্বস্তিজনক আবহাওয়ার হাত থেকে এখনই রেহাই মিলছে না।

হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে গাঙ্গেয় বঙ্গে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গুমোট গরম থাকবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি চলবে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।

আর শুধু আজই নয়, হাওয়া অফিসের পূর্বাভাস আগামীকাল ও আগামী পড়শু মঙ্গলবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। 

এর মাঝেই আবার বঙ্গোপসাগরে জমাট বাঁধছে ঘূর্ণাবর্ত। যার জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। হাওয়া অফিস থেকে বলা হয়েছে, আগামী ৪ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। শুক্রবারের মধ্যেই তা পরিণত হবে নিম্নচাপে।

এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। আপাতত ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে থাকবে বলে মনে করা হচ্ছে।

বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে উত্তরবঙ্গেও। পূর্বাভাস অনুযায়ী, উত্তরের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার।

আলিপুরপ হাওয়া অফিস জানিয়েছে আপাতত এ রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা জম্মু এবং বিদর্ভে তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত।

Previous articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার
Next article125 Years of Ramakrishna Mission: ১২৫ বছরে পদার্পণ করল রামকৃষ্ণ মিশন, শুভেচ্ছা বার্তা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here