দেশের সময় , কলকাতা: ক্যালেন্ডার অনুযায়ী শীত পেরিয়ে বসন্ত এসে গিয়েছে রাজ্যে। ঠান্ডাও প্রায় নেই বললেই চলে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।
বৃহস্পতিবার রাতে আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টা কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে ।
কলকাতার পাশাপাশি ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকাও। উভয় ক্ষেত্রেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে ভিজল কলকাতা ।
দক্ষিণবঙ্গে যে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে, আগেই তার পূর্বাভাস দিয়ে রেখেছিল আলিপুর।
বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমানে আচমকা ঝড় ওঠে। তাতে কালনা, গলসির মতো বিভিন্ন এলাকায় পুজোর মণ্ডপ, তোরণ ভেঙে পড়ে, উল্টে যায় গাছ। ঝড়বৃষ্টিতে এক জনের মৃত্যুও হয়েছে ওই জেলায়। জখম হয়েছেন বেশ কয়েক জন।
জানা গেছে পূর্ব বর্ধমানের গলসির বোমপুরে মাঠের কাজে গিয়েছিলেন সজনী মুর্মু। এদিন মাঠেই বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। রায়নায় আবার গাছের ডাল ভেঙে মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে কালনাতেই বৈদ্যপুরে ভেঙে গিয়েছে সরস্বতী পুজোর মণ্ডপ। আহত হয়েছে একজন।
আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েকটি জেলায়। রাতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও হুগলি, দুই চব্বিশ পরগনায়। এদিকে রাতভর বৃষ্টির জেরে তাপমাত্রায় পারাপতনও দেখা যেতে পারে। পারা নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে শুক্রবার দুপুরের পর থেকে ধীরে ধীরে উন্নত হবে পরিস্থিতি। মেঘ কেটে ফের মিলবে রোদের দেখা। এমনটাই বলছে মৌসম ভবন। অন্যদিকে আগামী চব্বিশ ঘণ্টায় দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের আর কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সিংহভাগ জেলার আকাশই মেঘলা থাকবে। সকালের দিকে চলবে কুয়াশার দাপট।