Railway new ২ দিন বন্ধ থাকবে যশোর রোডের একাংশ , বনগাঁ – বারাসত রুটে চলবে না কোনও গাড়ি

0
14

দেশের সময় , উত্তর ২৪পরগনা : রেল ট্র্যাক পরিবর্তনের কাজ হবে। তার জন্য বছরের শেষে দু’দিন বন্ধ থাকবে যশোর রোডের একাংশ। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বারাসত পুলিশ জেলা। বারাসত কাজিপাড়ায় ১ নম্বর রেল ট্র্যাক পরিবর্তনের কাজ হবে। সে কারণেই আগামী ২৮ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত বারাসত থেকে বনগাঁগামী ১ নম্বর রেলগেট দিয়ে যশোর রোডে গাড়ি যাতায়াত বন্ধ থাকবে। অর্থাৎ এই রাস্তা দিয়ে বনগাঁ, দত্তপুকুর, হাবড়া, অশোকনগর থেকে বারাসতে গাড়ি যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।

বারাসতের ডিএসপি (ট্রাফিক) অলোকরঞ্জন মুন্সি জানান, রেল ট্র্যাকের কাজের জন্য রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত বারাসত থেকে বনগাঁর মধ্যে যোগাযোগকারী যশোর রোডের এই ১ নম্বর রেলগেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দু’দিন বনগাঁ, দত্তপুকুর, হাবড়া, অশোকনগর থেকে বারাসতের মধ্যে যাতায়াতকারী সমস্ত গাড়ি ঘুরপথে ডাকবাংলো কলোনি মোড় হয়ে আওয়ালসিদ্ধির দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, বনগাঁর দিক থেকে আসা গাড়িগুলিকে বিল্ডিং মোড়, দত্তপুকুর, হাটখোলা দিয়ে ঘোরানোর পরিকল্পনা রয়েছে বলে জানান জানান চাঁপাডালির ওসি (ট্রাফিক) নিশীথ বিশ্বাস।

প্রতিদিন এই যশোর রোড ধরে হাজার হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ। কিন্তু কাজিপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় রেলের ট্র্যাক বদলানোর কাজও গুরুত্বপূর্ণ। এই অবস্থায় কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, সে কারণেই যশোর রোডে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কিন্তু যাত্রীদের একাংশের বক্তব্য, রেল ট্র্যাকের কাজ হলেও কাজিপাড়া রেলগেট এলাকায় যশোর রোডের অবস্থাও ভালো না। তা এ বার সংস্কার করা হয় কি না, সেটাও দেখার।

Previous articleRat Hole Miners: ৭০০ ফুট গভীর কুয়োতে তিন দিন ধরে আটকে ৩ বছরের চেতনা! উদ্ধার করতে পারবে র‌্যাট হোল মাইনাররা?
Next articleMamata Banerjeeসোমে সন্দেশখালি যাবেন, জেলায় জেলায় হবে শপিং মল, থাকবে সিনেমা হল-ক্যাফেটেরিয়া,বছর শেষের মুহূর্তে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here