Rabindranath Tagore : বনগাঁয় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে কবিপ্রণাম অনুষ্ঠানে ক্ষুদেরা মাতল নাটক, গান,নৃত্য ও কবিতা পাঠে :দেখুন ভিডিও

0
352

অর্পিতা বনিক, বনগাঁ: প্রায় সব বাঙালীর কাছে বাংলা ক্যালেন্ডারে বৈশাখ মাস মানে রবি মাস,গোটা বাঙালি জাতির কাছে ২৫শে বৈশাখ অথবা রবীন্দ্র জয়ন্তী বাংলার এক অন্যতম সাংস্কৃতিক উৎসব, রবি মাস বলে এখন পুরো বৈশাখ মাসটা জুড়ে চলে নানা অনুষ্ঠান বাঙালি অধ্যুষিত শহরে ও গ্রামে।

বিশ্বকবির ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে উত্তর ২৪ পরগনার বনগাঁর চাঁপাবেড়িয়া রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজন করেছিল ‘ রবি প্রণাম’ নামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন সকালে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্র- ছাত্রীদের উপস্থিতিতে মহাসমারোহে পালিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী। দেখুন ভিডিও

মিশনের শিক্ষিকা অঙ্কিতা বনিকের কথায়, শুধু মাএ ২৫ শে বৈশাখের দিন ই নয়- পুরো বৈশাখ মাসটাই বাংলা ও বাঙালির জন্য এক গৌরবময় মাস। এই মাসটিকে বাঙালি নাচ, গান, নাটকে আনন্দে-হরষের মধ্যে দিয়ে উদযাপন করে। মিশনে প্রতি বছরের মতো এবছরও এদিন সকালে কবিগুরুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সূচনা হয় কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন৷ স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও রবি ঠাকুরের গান, নাচ ও কবিতা পাঠের মধ্য দিয়ে বিশ্বকবিকে স্মরণ করেন ৷

Previous articleJustice Abhijit Gangopadhyay : ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল! নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Next articleWeather Update : ২৪ ঘণ্টার মধ্যেই তাণ্ডব চালাবে মোকা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here