সৃজিতা শীল , কলকাতা: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। বাতাসে পুজোর গন্ধ। হাতে আর মাত্র কিছু দিন। তার পরে মা আসছেন। চারিদিকে সাজো সাজো রব। পুজোর বাজারও চলছে জোরকদমে।
ঘরে ঘরে চলছে দুর্গা আবাহনের প্রস্তুতি। শহর সেজে উঠছে উৎসবের রোশনাইয়ে। সেই সঙ্গে জোর কদমে চলছে পুজোর জন্য নিজেকে সাজিয়ে তোলার প্রস্তুতি। শহরের ফুটপাথ থেকে বিলাসবহুল শপিং মল— পুজোর কেনাকাটায় থিকথিক করছে ভিড় ৷
পুজো মানেই জমিয়ে সাজগোজ। অষ্টমীর ধুনুচি নাচ কিংবা নবমীর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা— রকমারি পোশাকের বাহারে পুজো যেন অন্য রূপ পায়। পুজোয় সাবেকি সাজে শাড়ি ছাড়া ভাবতেই পারেন না বঙ্গ রমনীরা৷
এবার পুজোয় কোন শাড়িগুলো বেশ ট্রেন্ডিং? তা কি আপনি জানেন? কোন কোন শাড়ির প্রতি বাজারে ঝোঁক বেশি? সবাই ভিড় করে কোন শাড়ি কিনছেন। বাজার কাঁপাচ্ছে কোন কোন শাড়ি? একসঙ্গেই জেনে নিন সব কিছু। দুর্গাপুজোর শপিং করতে যাওয়ার আগে এই পুজোর নতুন শাড়ি কালেকশন দেখে নিন আপনিও। দেখুন ভিডিও–
পুজোর বাজারে ঘুরে বেড়ালেই বুঝতে পারবেন এই ধরনের শাড়ির প্রতি মানুষের ঝোঁক কতটা। কারণ, পুজোর সময় সবাই ট্রেন্ডিং শাড়ি পরে স্টাইলিং করতে চাইবেন। আপনিও নিশ্চয়ই তাই চাইবেন। তাই এবার পুজোর শাড়ি কিনতে যাওয়ার আগে এই গাইডে চোখ বুলিয়ে নিন। যাতে পিছিয়ে না থাকেন আপনি!!