Puja Fashion2024এবার পুজোর ট্রেন্ডিং পোশাক ”শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড”- এর ফোটোশুটে, মৌবনী ,সায়ন্তনী’র নিউ লুক : দেখুন ভিডিও

0
370

অর্পিতা বনিক ও সঙ্গীতা চৌধুরী কলকাতা : এবার পুজোর ট্রেন্ডিং পোশাক”শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড”  বুধবার এই সংস্থার ২০২৪ সালের পূজা কালেকশন লঞ্চ হল মহা সমারোহে। তারই ব্র্যান্ড শুট হল কলকাতার শোভা বাজার রাজবাড়িতে। দেখুন ভিডিও

দুর্গাপুজোয় বাঙালির কাছে একটি নতুন পোশাক, একটি নতুন শখ । তাই এবার পুজোয় সব বাঙালিকে নতুন লুক দিতে পোষাকের একটি নতুন তালিকা তৈরী করেছে শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড ‘। তাই এবার পুজোয় যদি কেউ নতুনত্বের সন্ধান করে তাহলে বাঙালির ডেসটিনেশন হতে পারে ‘শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড ‘ ।

পূজোর পোশাক মানেই বাঙালির আভিজাত্য। পোষাক ডিজাইনার শুভদীপ মিত্রের সেই আভিজাত্যপূর্ণ পোশাক লঞ্চ হতেই ইতি মধ্যেই সারাফেলে দিয়েছে কলকাতাবাসীর মনে ।

পুজো মানেই জমিয়ে সাজগোজ। কখনও শাড়ি, কখনও কুর্তি, কখনও বা প্যান্ট-শার্ট, কখনও বা পাঞ্জাবি। দুর্গাপুজোর দিনগুলোয় গোটা বাংলা যেন নিজের মতো করে সেজে ওঠে। ঝলমলিয়ে ওঠেন নারী-পুরুষ নির্বিশেষে। কিন্তু সত্যিই কি ফ্যাশন আলাদা করে চিনিয়ে দেয় নারী ও পুরুষকে? নাকি সবটাই প্রথার ফের! সেই উত্তর দিতে পুজোর ফ্যাশন দুনিয়ায় নতুন ট্রেন্ড নিয়ে হাজির তারকা পোশাক শিল্পী শুভদীপ মিত্র। তাঁর ভাবনায় এক হয়ে গিয়েছে নারী-পুরুষের সাজ।

আমজনতার জন্য নিয়ে এসেছে এমন পোশাক, যাতে ভেদাভেদ ঘুচবে নারী-পুরুষের। যে পোশাকে পুজোর দিনগুলোয় আলাদা হয়ে উঠবে শুধু ব্যক্তিসত্ত্বা।

শুভ দীপ বলেন, “সব সময়েই আমি ফ্যাশনে কিছু নতুনত্ব আনার চেষ্টা করি — একটু অন্য ধরনের নকশা, মোটিফ, বা রং। গতে বাঁধা ছক থেকে বেরিয়ে পোশাকের সাজ বা নকশায় কিছু আলাদা করার চেষ্টা করি। আমার মূল লক্ষ্য থাকে, যাঁরা পোশাকটি পরছেন, তাঁরা যেন নিজেদেরকে ভাল ভাবে মেলে ধরতে পারেন। পুজোর সাজে সকলেই চান নিজেকে অন্যদের ভিড়ে আলাদা করে চিনিয়ে দিতে। সেই মতো প্রত্যেকের পছন্দও আলাদা।পোশাক এমন হওয়া উচিত, যা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই তো হবেই, সঙ্গে হবে আরামদায়ক। সেই কারণেই এমন অভিনব ভাবনা নিয়ে পুজোয় হাজির হয়েছি।এবারের পোশাকগুলি প্রত্যেকের পুজোর সাজেই অন্য মাত্রা যোগ করবে।

শুভদীপ জানান , এবছরের পুজোয় ছেলেদের এথনিক ওয়্যার হিসেবে কুটিওর ব্র্যান্ড এনেছে ধুতি ও পাঞ্জাবি আর মেয়েদের জন্য রয়েছে শাড়ি। সেই প্রথাগত এথনিক ওয়্যার এর সঙ্গে একটু ফিউশন করে ,কনটেম্পোরারি করে বুধবার কলকাতার শোভা বাজার রাজবাড়িতে এ বছরের পুজোর কালেকশন লঞ্চ করতে ফোটোশুট করা হল ।

এই ফ্যাশন ফোটোশুটে পাঁচজন সেলিব্রেটি মডেল এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। যেমন মৌবনী সরকার , অমিতাভ দাস, সায়ন্তী দাস , সায়ন্তনী মজুমদার এবং অর্কপ্রভ ভট্টাচার্য ।  পাশাপাশি ফ্রেশ মডেলদেরকেও জায়গা করে দেওয়া হয়েছে। কনসেপ্ট থিম ‘স্টোরি অফ ক্রাফটসম্যানশিপ’ ।

এদিনের ফোটোশুটে ছিলেন তথাস্তু এন্ড টিম , মেকআপে দীপ্তমা , ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন সৌমিয়া সমাদ্দার। সহযোগি মিডিয়া পার্টনার এপিক স্ফিয়ার এন্টারটেইনমেন্ট ।

সৌমিয়া সমাদ্দার বলেন , বাংলার মানুষদের অবশ্যই এই উপস্থাপনা ভালো লাগবে। ‘ কুটিওর ব্র্যান্ড ‘ এর লক্ষ্য
ক্রাফটস অর্থাৎ বাংলার শিল্প যেমন তাঁত, বালুচড়ি ,হ্যান্ড প্রিন্টিং, কাঁথা স্টিচ এই প্রত্যেকটা কাজের ট্র্যাডিশন বজায় রেখে নিজের মতন করে, কমটেম্পোরারি করে সকলের কাছে উপস্থাপিত করা।ছবি~পার্থ সারথি নন্দী I

Previous articleRecruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ২৩ মাস জেলবন্দি থাকার পর হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য
Next articleArtistহাত নয় মুখ দিয়ে তুলির টানে ক্যানভাসে ছবি ফুঁটিয়ে তুলছেন চিএ শিল্পী রাজাবাবু ফকির : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here