Puja Fashion শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড-এর পূজা কালেকশন লঞ্চ হল শোভাবাজার রাজবাড়িতে,সহযোগীতায় এপিক স্ফিয়ার এন্টারটেইনমেন্ট : দেখুন ভিডিও

0
191

অর্পিতা বনিক ,  কলকাতা :  দুর্গাপুজোয় বাঙালির কাছে একটি নতুন পোশাক, একটি নতুন শখ । তাই এবার পুজোয় সব বাঙালিকে নতুন লুক দিতে পোষাকের একটি নতুন তালিকা তৈরী করেছে শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড ‘।

এবার পুজোয় যদি কেউ নতুনত্বের সন্ধান করে তাহলে বাঙালির ডেসটিনেশন হতে পারে ‘শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড ‘।

এপিক স্ফিয়ার এন্টারটেইনমেন্টের সহযোগীতায় বুধবার এই সংস্থার ২০২৪ সালের পূজা কালেকশন লঞ্চ হয়ে গেল মহা সমারোহে। তারই ব্র্যান্ড শুট হল কলকাতার শোভা বাজার রাজবাড়িতে।

দেখুন ভিডিও

এপিক স্ফিয়ার এন্টারটেইনমেন্টের ম্যানেজিং পার্টনার ও ক্রিয়েটিভ হেড শংকর্জিৎ চক্রবর্তী , ম্যানেজিং পার্টনার ও মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট হেড চিরদীপ হালদার ,ম্যানেজিং পার্টনার ও হেড অপারেশন্স
পৌষালী কর শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড এর ফোটোশুট নিয়ে জানালেন তাঁদের অভিজ্ঞতা । তাঁদের কথায় পূজোর পোশাক মানেই বাঙালির আভিজাত্য।

এপিক স্ফিয়ার এন্টারটেইনমেন্টের ম্যানেজিং পার্টনার ও ক্রিয়েটিভ হেড শংকর্জিৎ চক্রবর্তী বলেন ,পোষাক ডিজাইনার শুভদীপ মিত্রের  আভিজাত্যপূর্ণ পোশাক লঞ্চ হতেই ইতি মধ্যেই সারাফেলে দিয়েছে কলকাতাবাসীর মনে ।আমজনতার জন্য নিয়ে এসেছে এমন পোশাক, যাতে ভেদাভেদ ঘুচবে নারী-পুরুষের। যে পোশাকে পুজোর দিনগুলোয় আলাদা হয়ে উঠবে শুধু ব্যক্তিসত্ত্বা।

এপিক স্ফিয়ার এন্টারটেইনমেন্টের ম্যানেজিং পার্টনার ও মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট হেড চিরদীপ হালদার জানান ,”শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড” এবছরের পুজোয় ছেলেদের এথনিক ওয়্যার হিসেবে কুটিওর ব্র্যান্ড এনেছে ধুতি ও পাঞ্জাবি আর মেয়েদের জন্য রয়েছে শাড়ি। সেই প্রথাগত এথনিক ওয়্যার এর সঙ্গে একটু ফিউশন করে ,কনটেম্পোরারি করে বুধবার কলকাতার শোভা বাজার রাজবাড়িতে এ বছরের পুজোর কালেকশন লঞ্চ করতে ফোটোশুট করা হল । দেখুন ভিডিও

এপিক স্ফিয়ার এন্টারটেইনমেন্টের হেড অপারেশন্স
পৌষালী কর জানান , এই ফ্যাশন ফোটোশুটে পাঁচজন সেলিব্রেটি মডেল এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। যেমন মৌবনী সরকার , অমিতাভ দাস, সায়ন্তী দাস , সায়ন্তনী মজুমদার এবং অর্কপ্রভ ভট্টাচার্য ।  পাশাপাশি ফ্রেশ মডেলদেরকেও জায়গা করে দেওয়া হয়েছে। কনসেপ্ট থিম ‘স্টোরি অফ ক্রাফটসম্যানশিপ’ ।

এদিনের ফোটোশুটে ছিলেন তথাস্তু এন্ড টিম , মেকআপে দীপ্তমা , ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন সৌমিয়া সমাদ্দার। সহযোগি মিডিয়া পার্টনার এপিক স্ফিয়ার এন্টারটেইনমেন্ট ।

বাংলার মানুষদের অবশ্যই এই উপস্থাপনা ভালো লাগবে। ‘ কুটিওর ব্র্যান্ড ‘ এর লক্ষ্য
ক্রাফটস অর্থাৎ বাংলার শিল্প যেমন তাঁত, বালুচড়ি ,হ্যান্ড প্রিন্টিং, কাঁথা স্টিচ এই প্রত্যেকটা কাজের ট্র্যাডিশন বজায় রেখে নিজের মতন করে, কমটেম্পোরারি করে সকলের কাছে উপস্থাপিত করা।ছবি~পার্থ সারথি নন্দী I

Previous articleFashion Time: Editor’s Choice Photo of the week- Model Anushka, Picture by Tathastu
Next articleChandrima Bhattacharya কালীঘাটে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যাওয়ার কী কারণ ? কী জানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here