Puja Bazar: বনগাঁয় প্রথম পুজোর বাজারে সেলফি জোন,আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ি কেনাকাটার ধুম: দেখুন ভিডিও

0
858

অর্পিতা বনিক, বনগাঁ: করোনা কাটিয়ে পুজোয় মেতে উঠছে শহর বনগাঁ। শহরের শিমুলতলা মোড় এলাকার আদি মোহিনীমোহন কাঞ্জিলাল মলের উদ্যোগে পুজোয় এ বার বিশাল আয়োজন। মহালয়ার আগেই তৈরী হল সেলফি জোন৷মৈত্রী ইভেন্টের শিল্পী অমৃক সিংহ জানান টেরাকোটার উপরেই মূলত তৈরী করা হয়েছে এই সেলফি জোন৷ এখানে দেবী দুর্গাকে দেখা যাবে একটি বিশেষ আদলে ৷

পুজো আসতে আর মাএ কয়েক টা দিন বাকি ৷ প্রস্তুতি একেবারে শেষের পথে। দু’বছর পর বাঙালি দুর্গাপুজোর জন্য মন খুলে কেনাকাটা করার সুযোগ পেয়েছে। তাই কেনাকাটায় কোনও আপস করতে রাজি নন কেউই। অনলাইনে টুকিটাকি কেনাকাটা সারলেও বাজারে গিয়ে দশটা দোকান ঘুরে পোশাক বাছাই করতে না পারলে পুজোর কেনাকাটা যেন অসম্পূর্ণ থেকে যায়। দেখুন ভিডিও :

করোনার দৌলতে পকেটের অবস্থা খুব একটা ভাল নেই মধ্যবিত্তের। বুঝেশুনে খরচ না করলেই নয়! পকেটে যতই টান পড়ুক না কেন, পুজোর কেনাকাটা তো সারতেই হবে। যাঁদের শাড়ির কেনাকাটা এখনও শেষ হয়নি, তাঁরা কোথায় যাবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন?

একটি-দু’টি নয়, নিজের শাড়ির পাশাপাশি আত্মীয়স্বজনের জন্যও কিনতে হবে পুজোর উপহার। কম দামে ভাল শাড়ির খোঁজ কোথায় পাবেন! আপনার মুশকিল আসান করতে দেশের সময় চলে এসেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাঁচ তলা মলে।

শাড়ি কেনাকাটার জন্য আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কোনও তুলনা নেই বলছেন ক্রেতারা৷ সিল্ক থেকে তাঁত, শিফন থেকে জামদানি, পাবেন নানা ধরনের শাড়ির সম্ভার। একতলা থেকে ঘুরতে ঘুরতে পাঁচতলা চোখে পড়ছে দারুণ দারুন ঢাকাই জামদানি থেকে তসর, কী নেই এখানেনে! দামও কিন্তু বাজেটের মধ্যেই ৷

ইউনিক কালেকশন’ নিয়ে মলের কর্ণধার জানালেন’ ‘‘গত দু’বছরের তুলনায় এ বছর পুজোর বাজার বেশ ভালই চলছে। বৃষ্টিবাদলের জন্য খানিকটা সমস্যা হলেও মোটের উপর বাজারের অবস্থা মন্দ না। এই বছর অল্প বাজেটেই কেনাকাটা সারছেন মানুষজন। এ বছর ঢাকাই, ফ্যান্সি কাতান, হাকোবা, লিনেন ও অরগ্যাঞ্জা শাড়ির চাহিদা তুঙ্গে। গরমে খুব বেশি ভারী শাড়ি পরতে চাইছেন না কেউই। তাই মহিলারা কম দামে হালকা শাড়ির খোঁজ করছেন বেশি। ৫০০ থেকে ১,২০০ টাকার মধ্যেই শাড়ি দেখতে চাইছেন অনেকেই।’’

পকেটের কথা মাথায় রেখে শাড়ি কিনতে হলে ঢুঁ মারতেই পারেন আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শোরুমে, সস্তায় ভাল শাড়ির সম্ভার আপনাকে নিরাশ করবে না।

Previous articleRain Forecast:মহালয়ার আগে ফের বৃষ্টি? দক্ষিণবঙ্গে বর্ষণের পূর্বাভাস কী জানাচ্ছে হাওয়া অফিস !
Next articleKashmir Issue: ‘যে দেশ শান্তি চায়, তারা সন্ত্রাসে মদত দেয় না’, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব নয়াদিল্লির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here