Police : নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি বনগাঁ শাখা-র সদস্যরা: দেখুন ভিডিও

0
736

রিয়া দাস, বনগাঁ : মনে পড়ে গত মে মাসে ব্যারাকপুর আনন্দপুরী সেন্ট্রাল রোড এলাকায় একটি সোনার দোকানে ভর সন্ধ্যায় অতর্কিতে হামলা চালায় এক দল ডাকাত। সেই ঘটনায় গুলিও চালায় দুষ্কৃতিরা৷ গুলি লেগেছিল তিন জনের গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দোকানের মালিকের পুত্র নীলাদ্রি সিংহের ৷ এক নিরাপত্তারক্ষীর পায়েও গুলি লেগেছিল বলে খবর প্রকাশিত হয়েছিলো ৷

সেই ঘটনার পর স্বর্ণ ব্যবসায়ীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান এবং দুষ্কৃতী দমনের জন্য সোচ্চার হন ৷ নড়ে চড়ে বসেন পুলিশ প্রশাসন৷ এবার সেই স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনাকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে উত্তর২৪ পরগনার বনগাঁ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সদস্যরা স্বর্ণ ব্যবসায়ী সহ সাধারণ মানুষের নিচ্ছিদ্র নিরাপত্তার দাবিতে একটি আলোচনা চক্রের আয়োজন করেন ৷ সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ থানার আইসি সূর্য শঙ্কর মন্ডল ৷ দেখুন ভিডিও

প্রসঙ্গত,গত সোমবার। বনগাঁর বক্সীপল্লির একটি গণশৌচাগারে বোমা বিস্ফোরণে রাজু রায় নামে এক বালকের প্রাণহানি ঘটেছে। আটটি বোমা উদ্ধার হয়েছে। এ সবের জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে অনেকের মনে। স্বর্ণব্যবসায়ীদের দাবি আরও বোশি পুলিশের ত্ৎপড়তার প্রয়োজন ৷ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি বনগাঁ শাখা-র সভাপতি ও সম্পাদক কল্যাণতারণ এবং বিনয় সিংহ জানান৷ থানার আইসি যথেষ্ঠ মন দিয়ে আমাদের দাবিগুলি শুনেছেন সেই সঙ্গে নিরাপত্তার বিষয়ে আরও অতিরিক্ত ব্যবস্থা নেবেন বলেও আশ্বস্ত করেছেন ৷ এদিন তাঁর ভূমিকায় আমরা খুশি ৷

Previous articlePanchayat Election 2023 Date: ৮ জুলাই রাজ্যে একদফায় পঞ্চায়েত ভোট, শান্তিপূর্ণ ভোট করানোয় চ্যালেঞ্জ কমিশনের
Next articleArctic Ocean: আর মাত্র ৭ বছর, সব বরফ গলে যাবে সুমেরু মহাসাগরের, চিন্তিত বিজ্ঞানীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here