Poila Baisakh2024 ইছামতীর শহরে নববর্ষের উপহার সোনার বাংলা… দেখুন ভিডিও

0
418
সৃজিতা শীল দেশের সময়

ওপার বাংলা থেকে এপার বাংলা সহ দেশ – বিদেশের ভ্রমণার্থীরা যারা ঘুরতে ভালোবাসেন -তাঁদের জন্য সু~খবর ।

ইছামতীর শহরে ঝাঁ চকচকে ~ হোটেল সোনার বাংলা বনগাঁ -তে আপনাদেরকে স্বাগত ।

প্রাচীন শিরিষ গাছের ছায়া ঘেরা যশোর রোডের পাশে বাটার মোড়ে বনগাঁ শহরের প্রাণ কেন্দ্রে অত্যাধুনিক এই হোটেল এক মুহুর্তেই আপনাকে নস্ট্যালজিক করে তুলবে। দেখুন ভিডিও

8 তলা বিশিষ্ট ৩৪ টি রুমে প্রবেশের জন্য লিফ্ট সহ রয়েছে নানা ধরনের আধুনিক সুযোগ সুবিধা ।

এই হোটেলের দেয়ালে রয়েছে মিষ্টি রঙের ছোঁয়া ও টাইলসের কারুকার্য। যা দেখে আপনি মুগ্ধ হবেন ।একই সঙ্গে হোটেলের লবিতে আসবাবপত্র ও নানা সাজানোর জিনিসের উপর রয়েছে চারু শিল্পকর্ম, যাতে পুরো হোটেলটাই নিজের বাড়ি মনে হবে আপনাদের।

হোটেলের বেডরুমের আসবাবপত্র ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসেও দেওয়া হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। ডিলাক্স রুমের সঙ্গে মানাল সই ওয়াশরুম , সিঙ্ক, শাওয়ার। জিনিসপত্রেও রয়েছে মন কারা ডিজাইন । এখানে পাবেন রিফ্রেস রুম এবং একই সঙ্গে সেল্ফী জোন। এখানে তোলা ছবি আপনার মোনের মণিকোঠায় থেকে যাবে ।

তা হলে এ বার আপনারা ইছামতীর শহরে পা রাখলেই দিন – রাত্রী থাকার নিশ্চিন্ত ঠিকানা হোক হোটেল সোনার বাংলা বনগাঁ । এ অভিজ্ঞতা যে অনন্য হবে, সে কথা হলফ করে বলা যায় ।

ঠিকানা
হোটেল সোনার বাংলা বনগাঁ:

বনগাঁ বাটা মোড় এস বি আই এটিএম -এর পাশে ।
ফোন নম্বর 7478026823 / 7478026869

ইমেইল hotelsonarbangla743@gmail.com

Previous articleWest Bengal Ration Distribution Caseরেশন দুর্নীতির চার্জশিট জমা ,৩৫০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে দুবাইয়ে! দাবি ইডির
Next articleCharak:বাঙালি সংস্কৃতির একফালি ঐতিহ্য নিয়ে আজও এভাবেই বেঁচে আছে কলকাতার ছাতুবাবুর চড়ক:দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here