PM-YUVA: তিরিশের আগেই ‘লেখক’ হলেন বনগাঁর মৌলি ! কি ভাবে জানুন

0
693

দেশের সময়, বনগাঁ: কেন্দ্রীয় সরকার যুব প্রতিভাদের নিজের পছন্দের বিষয়ে বই লেখার সুযোগ করে দিতে দু’বছর আগেই একটি প্রকল্প নিয়ে এসেছে। বিষয় নির্বাচিত হলে ৫০ হাজার টাকা করে ছ’মাস গবেষণা বৃত্তি ছাড়াও বইপ্রকাশের সুযোগ করে দেয়। সেই সুযোগ নিয়ে দেশের ৭৫ জন যুবক যুবতীর বইপ্রকাশ হয়েছে সম্প্রতি। আর তার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর২৪পরগনার বনগাঁর মেয়ে মৌলি রায়।

এছাড়াও বাঁকুড়ার মেয়ে রাংকিনী হাঁসদা,মেদিনীপুর শহরের সৌহার্দ্য দে,ঝাড়গ্রামের সুস্মিতা হালদার৷ সকলেরই বয়স ৩০-এর মধ্যে।

নিজের খুশির কথা বলতে গিয়ে মৌলি জানান ,এই সুযোগ নেওয়ার কথা ।এটা অন্যতম শর্ত ‘পিএম যুবা মেন্টরশিপ’ প্রকল্পের।

২০২১ সালে এই প্রকল্পের জন্য আবেদন করতে হয়েছিল। এর পরে প্রশিক্ষণ এবং গবেষণা। বইলেখার খুঁটিনাটি শিখে নেওয়ার পরে ওঁরা লিখেও ফেলেন। দুই মলাটে বন্দি হয়ে সেই বই প্রকাশ করেছে ন্যাশনাল বুক ট্রাস্ট। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মধ্যেই বইপ্রকাশের কথা রয়েছে। এমনকি বই বিক্রির পরে রয্যালিটি বাবদ টাকাও পাবেন যুব লেখকরা।

বনগাঁর মেয়ে মৌলি জানান,‘আগুনপাখি চারুপ্রভা’ নামে তার লেখা বইটি প্রকাশিত হয়েছে। খুবই খুশি তিনি। মৌলির কথায়, ‘‘অনেক দিনের ইচ্ছা ছিল। সেই কাজ করতে পেরেছি এটাই আনন্দের। আমার বইতে রয়েছে, গ্রামবাংলার সাধারণ এক নারীর অসাধারণ ভাবে এগিয়ে আসার জীবনগাথা। এ গাথার পরতে পরতে রয়েছে লিঙ্গবৈষম্য, বহুকালের পুরুষতান্ত্রিকতায় নারী-নিপীড়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ, অন্দরমহলে নারীকে দমিয়ে রাখার দুঃখকথা। রয়েছে সেই প্রেক্ষাপটে আটপৌরে গৃহবধূর স্বদেশ মুক্তির যুদ্ধক্ষেত্রে আত্ম-উৎসর্গের চালচিত্র।’’ তাঁর গবেষণার বিষয় ছিল স্বাধীনতা সংগ্রামের এক নিভৃতচারিণী চারুপ্রভা সেনগুপ্তের জীবন। প্রথমত নিজের পছন্দের কাজ করতে পার এবং নির্বাচিত হযওয়া ৷ গত ২৫ ফেব্রুয়ারি নয়া দিল্লির ওয়ার্ল্ড বুক ফেয়ারে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন ২০২২ সালের নোবেল প্রাপক ৮২ বছর বয়সী ফরাসি লেখিকা অ‍্যানি আর্নক্স এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বইয়ের সম্পাদনা এবং প্রকাশনার দায়িত্বে ছিলেন ন‍্যাশনাল বুক ট্রাস্ট, ইন্ডিয়া।এখন বইও প্রকাশিত। খুব ভাল লাগছে।’’

মৌলির বাবা বাবলু রায় বলেন, শুধু আমার মেয়ে নয় বাংলার আরও মেয়ে এবং একই বয়সের ছেলেরাও এই সুযোগ পেয়েছে৷ খুবই আনন্দের বিষয়৷ অন্যান্যদের পাশাপাশি মৌলিও যেভাবে খোঁজ খবর নিয়ে গবেষণা করে বইটি লিখেছে তাতে আমি খুবই খুশি এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার যুব প্রতিভাদের এই সুযোগ করে দেওয়ার জন্যও যুব সমাজও আরও এক ধাপ এগলো বলে আমার ধারণা৷

‘আগুনপাখি চারুপ্রভা’ এখন অ‍্যামাজনে পাওয়া যাচ্ছে। লিঙ্ক রইল।

Previous articleWeather Update: সকাল থেকেই ঝকঝকে রোদ,মার্চে কেমন থাকবে আবহাওয়া?
Next articleRahul Gandhi : দু’বছর জেলের সাজা রাহুল গান্ধীর !মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here