দেশের সময় ওয়েবডেস্কঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতার তকমা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্বের ২২ জন রাষ্ট্রনেতাকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল ‘মর্নিং কনসাল্ট’ নামে আমেরিকার একটি সংস্থা। ওই সমীক্ষায় সর্বোচ্চ রেটিং পেয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন মোদী।
‘মর্নিং কনসাল্ট’ নামে একটি সংস্থার সমীক্ষায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে টপকে সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতার তকমা পেয়েছেন মোদী।
ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাসেও ওই সংস্থার সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে শীর্ষে ছিলেন মোদী। সে বার পেয়েছিলেন ৭৮ শতাংশ রেটিং।
বিশ্বের ২২ জন রাষ্ট্রনেতাকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল আমেরিকার এই সংস্থা। ওই সমীক্ষায় সর্বোচ্চ রেটিং পেয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী পেয়েছেন ৭৬ শতাংশ রেটিং। যেখানে ৪১ শতাংশ রেটিং পেয়ে তালিকার ৬ নম্বর জায়গায় ঠাঁই পেয়েছেন বাইডেন। ৩৪ শতাংশ রেটিং পেয়ে তালিকায় দশম স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মোদীর পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ় ওব্রাডোর। তিনি পেয়েছেন ৬১ শতাংশ রেটিং।
প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীর জনপ্রিয়তা বিভিন্ন দেশেও ছড়িয়েছে। সম্প্রতি আমেরিকার কূটনীতি বিষয়ক ম্যাগাজ়িন ‘দ্য ডিপ্লোম্যাট’-এর প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, চিনা নাগরিকদের মধ্যে মোদী অত্যন্ত জনপ্রিয়। সেখানে নাকি তাঁকে ‘মোদী লাওক্সিয়ান’ নামে ডাকা হয়। যার অর্থ ‘মোদী অমর’।
২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী। এর পর ২০১৯ সালের নির্বাচনেও জয়ের ধারা বজায় রেখে দ্বিতীয় বার দেশের মসনদে বসেছেন নমো। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ২০২৪ সালের নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করার চেষ্টায় রয়েছেন নরেন্দ্র মোদী।
Global Leader Approval: *Among all adults
— Morning Consult (@MorningConsult) April 2, 2023
Modi: 76%
López Obrador: 61%
Albanese: 55%
Meloni: 49%
Lula da Silva: 49%
Biden: 41%
Trudeau: 39%
Sánchez: 38%
Scholz: 35%
Sunak: 34%
Macron: 22%
*Updated 03/30/23https://t.co/Z31xNcDhTg pic.twitter.com/BUfFdwxEjv