PM Narendra Modi Live:সবুজ পতাকা দেখিয়ে গঙ্গার তলায় মেট্রোর উদ্বোধন মোদীর , আজ বারাসতে ‘নারী বন্ধন’ কর্মসূচিতে কী সন্দেশ মোদীর ?

0
216
অর্পিতা বনিক দেশের সময়


PM Narendra Modi Bengal Visit: এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দেশের আরও পাঁচটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। 

PTI photo

আজ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা

আজ উত্তর ২৪ পরগনার বারাসতে রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবারই তিনি কলকাতায় চলে এসেছেন। সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে সোজা গিয়েছিলেন রামকৃষ্ণ মিশন পরিচালিত শিশুমঙ্গল হাসপাতালে। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে স্বামী স্মরণানন্দের সঙ্গে কথা বলার পরে যান রাজভবনে।

আজ বুধবার সকালে কলকাতা থেকে বারাসতে যাবেন মোদী। সকাল সওয়া ১০টা নাগাদ রয়েছে তাঁর সরকারি কর্মসূচি। ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি সকাল সওয়া ১০টা থেকে সকাল পৌনে ১১টা পর্যন্ত চলবে। এ ছাড়া কিছু কেন্দ্রীয় সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কথা রয়েছে তাঁর। এর পরেই রাজনৈতিক সমাবেশে যোগ দিতে বারাসতের কাছারি ময়দানে যাওয়ার কথা তাঁর। সেখানে বিজেপির নারী সম্মেলনে যোগ দেবেন মোদী।

দেশ জুড়ে এই জনসভার সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ‘নারী বন্ধন’ নামে কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানের অঙ্গ এই সমাবেশ। সেখানে সন্দেশখালিতে নির্যাতনের অভিযোগ তোলা মহিলাদেরও আনা হতে পারে বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ  ‘নারী বন্ধন’ কর্মসূচিতে যোগ দিতে তাঁরা ট্রেনে করে রওনা দিয়েছেন বারাসতের কাছারি ময়দানের উদ্যেশ্যে ।

First Underwater Metro Inauguration : আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন

কলকাতার মুকুটে নতুন পালক। মাথার ওপরে গঙ্গা আর নীচ দিয়ে ছুটবে মেট্রো। আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁর হাত ধরেই গঙ্গার নীচ দিয়ে মেট্রো রুটের সূচনা হতে চলেছে।

বারাসাতে প্রধানমন্ত্রীর সভার আগের রাতে এক মহিলার বাড়িতে পুলিশ-হানা

ফের সন্দেশখালির মহিলাদের কাঠগড়ায় পুলিশ। বারাসাতে প্রধানমন্ত্রীর সভার আগের রাতে এক মহিলার বাড়িতে হানা দিয়ে থানায় তলব করার অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী এক মহিলার বাড়িতে গিয়ে নোটিস ধরানো হয়। 

বাংলায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই রাজ্যে এসেছেন তিনি। আজ তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ভিভিআউপি মুভমেন্টের মাঝে যান চলাচল ঠিক রাখতে আরও বেশি করে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।

এই প্রসঙ্গে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েও জানিয়েও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকছে রাজভবন (দক্ষিণ) গেট – আর আর অ্যাভিনিউ – জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড – কে পি রোড – ১১ ফারলং গেট। একই সময়ে এসপ্ল্যানেড রো (পূর্ব) ও এসপ্ল্যানেড ক্রসিং থেকে জে এল নেহেরু রোড হতে এসপ্ল্যানেড মেট্রোর ৫ নম্বর গেট পর্যন্ত যানবাহনের পার্কিংও নিয়ন্ত্রিত রাখা হচ্ছে।

এদিকে এদিন শহরে বেশকিছু মিটিং মিছিলও রয়েছে। এই প্রসঙ্গে লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, এখনও পর্যন্ত শহরের যান চলাচল ঠিকই আছে। কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই। তবে এদিন বেলা ১২টা নাগাদ কলেজ স্কোয়ারে একটি সমাবেশ রয়েছে। যার জন্য শহরের বিভিন্ন দিক থেকে মিছিল আসবে।

দুপুর ১টার সময় গোপাল নগর থেকে বের হবে একটি মিছিল। তারপর দুপুর দেড়টা নাগাদ রাসবিহারি অ্যাভিনিউ থেকে আরও একটি মিছিল বের হবে। সেটি দেশপ্রিয় পার্ক, হাজরা ক্রসিং সহ বিভিন্ন রাস্তা হয়ে এগোবে। এরপর বিকেল সাড়ে ৩টে নাগাদ আরও একটি মিছিল রয়েছে। সেটি হগ স্ট্রিট থেকে বেরিয়ে এন ব্যানার্জী রোড, লেলিন সরণী হয়ে এগিয়ে যাবে।

এদিকে এদিন বারাসতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে চূড়ান্ত তৎপর পুলিশ। গেরুয়া শিবিরে দাবি, এদিন শুধু উত্তর ২৪ পরগনা নয়, রাজ্যের অন্যান্য জেলা থেকেইও কর্মী-সমর্থকরা আসবেন প্রধানমন্ত্রীর সভায়।

শুধু প্রধানমন্ত্রী নন, আসবেন আরও বিশিষ্ট মানুষেরা। বারাসত শহরের প্রাণকেন্দ্র কাছাড়ি ময়দান। আর তার পাশেই জেলাশাসকের দফতর, জেলা আদালত, জেলা পরিষদ সহ একাধিক গুরুত্বপূর্ণ অফিস। নিত্যদিন বহু মানুষ ভিড় করেন বারাসতের এই এলাকায়। এই পরিস্থিতি কোনওভাবেই যানজট তৈরি না হয় সেই দিকটা মাথায় রাখছে পুলিশ প্রশাসন। একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানাচ্ছে, শহরে যান চলাচলে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। তবে, এদিন ভারী যানবাহন চলাচল করবে না। বিভিন্ন মোড়ে মোতায়েন থাকছে ট্রাফিক পুলিশ।

Previous articleMamata Banerjee: বুধবার সকাল ১০টায় বিশেষ ঘোষণা, ফেসবুকে নজর রাখতে বললেন মমতা, কৌতূহল সবমহলে
Next articlePM Narendra Modi: দেশে প্রথম কলকাতায় গঙ্গার নীচে চালু হয়ে গেল মেট্রো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , ইতিহাসে নাম লেখাল মহানগরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here