PM Narendra Modi: পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর কলকাতায় আসার কর্মসূচি, হাওড়া স্টেশনে কখন পৌঁছবেন মোদী?

0
511

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার ৩০ ডিসেম্বর কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার সময়সীমা খানিকটা পিছিয়ে গেল।রেলের তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হাওড়া স্টেশন পরিদর্শনে আসবেন। তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে স্টেশনের তিনটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে তেমনটাই জানানো হয়েছে নবান্নকে। ৩০ ডিসেম্বর  সকাল সাড়ে দশটার পরিবর্তে সকাল ১১:১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ফ্লাগ অফ করার পাশাপাশি কয়েকটি মেট্রো প্রজেক্টের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি কয়েকটি নতুন প্রজেক্টের উদ্বোধন করার কথাও রয়েছে তাঁর। হাওড়া স্টেশনে ৩০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী। তারপর দুপুর বারোটা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

সেখান থেকেই একটি প্রদর্শন ঘুরে দেখার কথা প্রধানমন্ত্রীর। প্রদর্শন ঘুরে দেখার পর আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন তিনি। দুপুর ১২টা ২৫ থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা গঙ্গা পরিষদের বৈঠক করবেনমোদি। এই গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর দুটো থেকে ২.৪৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি রাখা থাকছে। দুপুর ৩:১৫ নাগাদ কলকাতা এয়ারপোর্ট  থেকে  বিশেষ বিমানে দিল্লির জন্য রওনা দেবেন প্রধানমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, এবারে যে সূচি পাঠানো হয়েছে সেই সূচিতে কলকাতায় আরও বেশিক্ষণ থাকবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নিরাপত্তা দায়িত্বে থাকা এসপিজির আধিকারিকেরা হাওড়া স্টেশন,আইএনএস নেতাজি সুভাষ সহ একাধিক জায়গায় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছেন। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্মে নিরাপত্তা দায়িত্ব এসপিজির আধিকারিকরা নিতে শুরু করেছেন।

Previous articleTET: প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউয়ের দিন জানাল পর্ষদ
Next articleWeather update : হঠাৎ পারদ পতন,শীতের আমেজ রাজ্যজুড়ে, বর্ষশেষে ফের বাড়বে তাপমাত্রা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here