PM Narendra Modi: দেশে প্রথম কলকাতায় গঙ্গার নীচে চালু হয়ে গেল মেট্রো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , ইতিহাসে নাম লেখাল মহানগরী

0
221

কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক। ফের ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে টানেল। জোড়া সুড়ঙ্গ দিয়ে চলবে মেট্রো।

সৃজিতা শীল কলকাতা

লোকসভা নির্বাচনের আগেই উদ্বোধন হল দেশে প্রথম গঙ্গার নীচে মেট্রো রুটের।

ভূগর্ভস্থ মেট্রো রেলের সূচনা হয়েছিল কলকাতাতেই। বুধবার সেই মহানগরীত দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো রেলপথের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে এনিয়ে তিনবার রাজ্যে পা রাখলেন তিনি। সন্দেশখালিতে মা-বোনের উপর অত্যাচার নিয়ে আরামবাগ ও কৃষ্ণনগরে সরব হয়েছিলেন মোদী। এই কদিনের মধ্যে প্রবীণ তৃণমূল নেতা তাপস রায়ের দলত্যাগ এবং হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা রাজ্যে খানিকটা ডামাডোলের পরিবেশ তৈরি হয়েছে। সেই আবহেই কলকাতায় দেশের নতুন ইতিহাস সৃষ্টি করলেন মোদী।

গঙ্গার তলা দিয়ে যাওয়া মেট্রো রেলের এই সুড়ঙ্গপথ দেশের প্রথম যুগান্তকারী উন্নয়নের স্মারক হতে চলেছে। এছাড়াও বুধবারই প্রধানমন্ত্রী আরও বেশকিছু প্রকল্পের সূচনা এবং উদ্বোধন করবেন। বারাসতে বিজেপির একটি জনসভায় যোগ দেবেন।

এদিন কলকাতায় একসঙ্গে তিনটি মেট্রো করিডরের নয়া লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবমিলিয়ে মহানগরী থেকে তিনি ১৫,৬০০ কোটি টাকা মূল্যের যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বলে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে।

ধর্মতলা থেকে ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেন। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের সবুজ পতাকা দেখাবেন ভার্চুয়ালি। উল্লেখ্য, ৪.৮ কিলোমিটারের হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের অংশের ৫২০ মিটার লাইন গিয়েছে গঙ্গার তলা নিয়ে। আর সেই কারণে ইতিহাস তৈরি হয়েছে। আর এটাই ভারতের প্রথম নদীর তলা দিয়ে রেল করিডর চালু হল, যে লাইনে প্রথমবার গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে। ফের একবার ইতিহাসের সঙ্গে হাত মেলাল তিলোত্তমা।

নারীবাহিনী বারাসতের পথে  দেখুন ভিডিও

মেট্রো উদ্বোধনের পর ভোটবঙ্গে প্রচারে ঝড় তুলবেন নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগরের পর বারাসত। আজ রাজ্যে ফের জনসভা প্রধানমন্ত্রীর। বিজেপি মহিলা মোর্চার আয়োজনে বারাসতে শক্তি সম্মান সমাবেশে যোগ দেবেন নমো।

Previous articlePM Narendra Modi Live:সবুজ পতাকা দেখিয়ে গঙ্গার তলায় মেট্রোর উদ্বোধন মোদীর , আজ বারাসতে ‘নারী বন্ধন’ কর্মসূচিতে কী সন্দেশ মোদীর ?
Next articleMamata Banerjee: মোদীর সভার ঠিক আগে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here