PM NARENDRA MODI: কলকাতা সফরে মোদী, স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, বুধে সভা বারাসতে

0
185

দেশের সময় ওয়েবডেস্কঃ তিনদিনের মাথায় ফের বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধেবেলা কলকাতায় পা দিলেন মোদী। বুধবার বারাসতে জনসভা করবেন তিনি। সেই সভায় যোগ দেওয়ার জন্যই মঙ্গলবার শহরে এলেন প্রধানমন্ত্রী। সন্ধ্যাবেলা তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকেই তাঁর কনভয় সোজা চলে যায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতেই হাসপাতালে গেলেন তিনি। তার পর সেখান থেকে রাজভবনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাতে সেখানেই থাকবেন তিনি।

গত বছর সেপ্টেম্বরের মাসের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন স্বামী স্মরণানন্দজি মহারাজ। তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার উন্নতি হলে নরেন্দ্রপুরে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিছুদিন আগে ফের তিনি অসুস্থ হলে পুনরায় পিয়ারলেস হসপিটালে ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে তাঁকে সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিন হাসপাতালে প্রধানমন্ত্রী ঢোকার পরেই তাঁকে দেখতে পেয়ে জয় শ্রী রাম ধ্বনি দেন অনুগামীরা।
বুধবার রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সূ্ত্রে দেশে প্রথম নদীর নীচ দিয়ে রেল চলাচলের সূচনা করবেন। একইসঙ্গে বুধবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন হবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনের।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত যা ঠিক আছে, তাতে সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ এই সব প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালিও এই প্রকল্পগুলির সূচনা করবেন তিনি। কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের পরিকল্পনা মতো গঙ্গার তলা দিয়ে মেট্রো চেপে মোদী যাবেন কিনা, তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। এদিন দুপুরে বারাসতেও সভা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিজেপি সূত্রে খবর, সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের মধ্যে থেকে কয়েক জনকে মোদীর মঞ্চে নিয়ে গিয়ে হাজির করানোর। যদিও এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা বিজেপির পক্ষ থেকে জানানো হয়নি। তবে বারাসতে মোদীর সভায় কিছু ‘চমক’ থাকতে পারে, তার আভাস দিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

বুধবার সকালেই কলকাতা থেকে সরাসরি বারাসতে যাবেন মোদী। সেখানেই সকাল ১০টা নাগাদ রয়েছে তাঁর সরকারি কর্মসূচি। তার পরই বারাসতের কাছাড়ি ময়দানে বিজেপির নারী সম্মেলনে যোগ দেবেন মোদী। গোটা দেশে যে সভার সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ‘নারী বন্ধন’ নামে কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানের অঙ্গ এই সমাবেশ।

Previous articleShahjahan:শাহজাহানের জন্য প্রায় দুঘণ্টা অপেক্ষাই সার ! খালি হাতেই ফিরতে হল সিবিআই-কে
Next articleMetaপ্রায় এক ঘণ্টা পর স্বমহিমায় ফিরল ফেসবুক, ইনস্টাগ্রাম! স্বস্তিতে গ্রাহকেরা ,এখনও বিপত্তির কারণ নিয়ে কিছুই বলেনি মেটা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here