PM Narendra Modi:পুজোর আবহে রবিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী, ফোর্ট উইলিয়ামে ঠিক হবে সীমান্ত স্ট্রাটেজি

0
8

আজ মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে অসম হয়ে পশ্চিমবঙ্গে আসবেন তিনি। জানা গিয়েছে, রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। ৫ টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে ৬.১০ মিনিটে রাজভবনে পৌঁছবেন তিনি।

দুর্গাপুজোর মুখেই ফের শহরে পা পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অর্থাৎ আগামিকাল, ১৪ সেপ্টেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী I ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে আয়োজিত ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধন করবেন তিনি। তাঁর এই সফর ঘিরে  শহরে দুই দিন জুড়ে কড়া ট্রাফিক বিধিনিষেধ জারি করছে লালবাজার

শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত নিয়ম জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার জানিয়েছেন, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিশেষত, ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এবং ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।

এছাড়াও শহরের বহু রাস্তায় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ–রেড রোড–জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে মা উড়ালপুল পর্যন্ত এবং এজিসি বোস উড়ালপুল থেকে হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল একেবারেই বন্ধ থাকবে।

রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ–রেড রোড–জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে ফোর্ট উইলিয়াম পূর্ব গেট এবং খিদিরপুর রোড পর্যন্ত ভারী গাড়ি প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশপাশের রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টে পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত একাধিক রাস্তাও সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সফরের দিন শহরের একাধিক রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি অনুযায়ী।

পরের দিন, অর্থাৎ সোমবার (১৫ সেপ্টেম্বর)
সকাল ৯ টা ৩০ মিনিটে ফোর্ট
সকাল ৯.৩০ থেকে ১ টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মসূচি রয়েছে। সেখানেই যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর, দুপুর ১ টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে বিহারে যাবেন তিনি।


প্রসঙ্গত,  অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিন বাহিনীর প্রধান, ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ(CDS) অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারাও থাকবেন। সেনার আগামিদিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে।

Previous articleঅশোকনগরের পর এ বার তেল ও গ্যাসের মানচিত্রে উঠে আসছে গোপালনগর, আশাবাদী ওএনজিসি
Next articleWeather Update পুজোর শপিং-প্ল্যান পন্ড হতে পারে বৃষ্টিতে! ফের দুর্যোগের পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here