PM Modi ৩ মিনিটে শিয়ালদহ থেকে ধর্মতলা, তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
66

১৯৮৪ সাল, হঠাৎই বদলে গিয়েছিল তিলোত্তমার ট্র্যাফিক চিত্র। এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (বর্তমানে নেতাজি ভবন) পর্যন্ত গড়িয়েছিল মেট্রো রেলের চাকা। যানজটের নাগপাশমুক্ত নির্ঝঞ্ঝাট মেট্রো নিমেষে মন কেড়েছিল কলকাতাবাসীর। তার পর সময় গড়িয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে ধারে, ভারে বেড়েছে কলকাতা মেট্রো।

২২ অগস্ট ২০২৫, ফের ভোল বদলাচ্ছে তিলোত্তমার মেট্রো পরিষেবার। নির্ধারিত সময় মতো শুক্রবার কলকাতা মেট্রোর একটি নতুন রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দু’টি চালু রুটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রসারণও হয় তাঁর হাত দিয়েই।

কলকাতা মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া- বারাসত রুটের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৬.৭৭ কিলোমিটার অংশের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এ দিন। গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর- ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা (এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪৫ কিমি অংশ জুড়ে) এবং অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া-বিমানবন্দর (ভায়া নিউ টাউন) অংশের রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৪ কিমি অংশ মেট্রোপথে সংযোজিত হলো। ফলে শহরতলির পরিবহণ পরিষেবা ব্যবস্থা ব্যাপক ভাবে বদলে গেল।

হাওড়া থেকে মাত্র ১১ মিনিটে শিয়ালদহ এবং আধঘণ্টায় পৌঁছনো যাবে সেক্টর ফাইভ। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের যানজটও অনেকাংশে এড়ানো সম্ভব অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য বৃদ্ধির কারণে। অন্যদিকে, ইয়েলো লাইনের নোয়াপাড়া-বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হওয়ার পরে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে।

এদিন বিকেল চারটে কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, মুখ্যসচিব মনোজ পন্থ, ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে আমন্ত্রণ জানানো হলেও উদ্বোধনী মঞ্চে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নীতিগত কারণেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।

মোদীর এই সফরের রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। শুক্রবারের উদ্বোধনের পরেই তিনি জনসভা করবেন দমদম সেন্ট্রাল জেল ময়দানে। বিজেপি শিবিরের আশা, এই সফর ভোটের আগে বাংলার মানুষের কাছে বড় বার্তা বহন করবে।


কখন চালু হবে পরিষেবা?
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভে বাণিজ্যিক পরিষেবা চালু হয়ে যাবে। তবে ইয়েলো এবং অরেঞ্জ লাইনে বাণিজ্যিক পরিষেবা চালু হতে চলেছে ২৫ অগস্ট সোমবার থেকে। মেট্রোর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো চলবে সকাল সাড়ে ৬টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ১৯ মিনিটে। কবি সুভাষ থেকে বেলেঘাটা লাইনের প্রথম মেট্রো মিলবে সকাল ৮টায় এবং শেষ মেট্রো মিলবে রাত ৮টা ২৮ মিনিটে এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার প্রথম মেট্রো চালু হবে সকাল ৭টা ৫৮ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ১০ মিনিটে। অরেঞ্জ এবং ইয়েলো লাইনে শনি ও রবিবার ট্রেন চলবে না।

একনজরে ভাড়ার তালিকা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে–
গ্রিন লাইনে
শিয়ালদহ: ২০ টাকা
ফুলবাগান: ২০ টাকা
সল্টলেক স্টেডিয়াম: ২০ টাকা
বেঙ্গল কেমিক্যাল: ৩০ টাকা
সিটি সেন্টার: ৩০ টাকা
করুণাময়ী: ৩০ টাকা
সল্টলেক সেক্টর ৫: ৩০ টাকা
অরেঞ্জ লাইনে
ভিআইপি বাজার: ৫০ টাকা
ঋত্বিক ঘটক (উত্তর পঞ্চান্নগ্রাম): ৫০ টাকা
বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি): ৫০ টাকা
বেলেঘাটা: ৫০ টাকা

ইয়েলো লাইনে
দমদম ক্যান্টনমেন্ট: ৪০ টাকা
যশোহর রোড: ৫০ টাকা
জয় হিন্দ (বিমানবন্দর): ৫০ টাকা
এছাড়া শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড যেতে লাগবে ১০ টাকা
জয় হিন্দ (বিমানবন্দর) থেকে
দমদম: ৩০ টাকা
কবি সুভাষ (নিউ গড়িয়া): ৪৫ টাকা
ধর্মতলা: ৪০ টাকা
সল্টলেক সেক্টর ৫: ৭০ টাকা


হাওড়া ময়দান-সেক্টর ফাইভ- ৩০ টাকা
হাওড়া ময়দান-করুণাময়ী- ৩০ টাকা
হাওড়া ময়দান-সেন্ট্রাল পার্ক- ৩০ টাকা
হাওড়া ময়দান-সিটি সেন্টার- ৩০ টাকা
হাওড়া ময়দান-বেঙ্গল কেমিক্যাল-৩০ টাকা
হাওড়া ময়দান-সল্টলেক স্টেডিয়াম-২০ টাকা
হাওড়া ময়দান-ফুলবাগান-২০ টাকা
হাওড়া ময়দান-শিয়ালদহ-২০ টাকা

 

Previous articleNarendra Modiঅশ্বত্থ পাতায় মোদীর ছবি ! অভিনব পদ্ধতিতে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন বিহারের বালি শিল্পী
Next articlePM Narendra Modi তৃণমূল দুর্নীতির শীর্ষে পৌঁছে গেছে !মোদীর মুখে পার্থ-বালুর কথা, বললেন এটা ‘সংবিধানের অপমান’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here