![](https://deshersamay.com/wp-content/uploads/2022/10/IMG-20221014-WA0006.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ ‘নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনেক কাজ হয়েছে ভারতে তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক ।’
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/10/02.jpg)
মোদীকে দেশপ্রেমিক এবং আদর্শ নেতা বলে উল্লেখ করে পুতিন এদিন বলেন, ‘ভারতের হাতেই আগামীর ভার রয়েছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নিয়েও গর্ব করার জায়গায় রয়েছে ভারত। যে ভারত ব্রিটিশ কলোনি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে, আধুনিক রাষ্ট্র হিসেবে সাংঘাতিক উন্নয়ন ঘটিয়ে ফেলেছে ভারত। দেড়শো কোটি মানুষের শক্তি এবং দেশজোড়া উন্নয়নই ভারতকে সারা বিশ্বের কাছে সম্মান ও সম্ভ্রমের আসন দিয়েছে।’
বার্ষিক বক্তৃতায় এমনটাই উল্লেখ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । বৃহস্পতিবার মস্কো-র ভালদাই ডিসকাশন ক্লাবের একটি অনুষ্ঠানে ভাষণ দেন পুতিন। সেখানেই ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য পুতিনের।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/10/04.jpg)
ভারতের প্রভূত প্রশংসা করার পাশাপাশি পুতিন অবশ্য পাশ্চাত্যের দেশগুলির নিন্দা করতে ছাড়েননি। তিনি বলেন, ওরা ‘নোংরা খেলা’ খেলছে। হুঁশিয়ারি দেন, ‘ক্ষমতার নতুন কেন্দ্র খুব তাড়াতাড়ি তৈরি হবে এই বিশ্বে। পশ্চিমীরা এবার সাম্যের কথা বলতে শুরু করবে। ওরা যেভাবে ওদের সবকিছু সারা বিশ্বের ওপর চাপিয়ে দেয়, সেই বিষয়টিকে সমূলে উৎপাটিত করতে হবে। ভবিষ্যত আমাদের সকলের।’ সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আমেরিকাকে লক্ষ করেই এই মন্তব্য পুতিনের।
ভারত আর রাশিয়ার ‘বিশেষ সম্পর্কের’ কথা বলতে গিয়ে পুতিন আরও বলেন, ‘দশকের পর দশক ধরে রাশিয়ার খুবই কাছের দেশ ভারত। দু’দেশের সম্পর্ক বেশ মজবুত। আমাদের মধ্যে কখনও জটিল কোনও সমস্যা আসেনি, আমরা সবসময় পরস্পরকে সাহায্য করেছি। এখনও এমনটাই চলছে। আমি নিশ্চিত, আগামীতেও তাই চলবে।’
পুতিন আরও জানান, প্রধানমন্ত্রী মোদী তাঁকে অনুরোধ করেছেন, কৃষিকাজে ব্যবহৃত সার যেন আরও বেশি করে রফতানি করা হয় রাশিয়া থেকে ভারতে। দু’দেশের মধ্যে কৃষি-নির্ভর বাণিজ্য আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/10/08.jpg)