PM Modi holds roadshow in Gujarat ‘৭৫ বছরের যুবক’ মোদীকে ফুল ছুড়ল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার , রোড শোয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন গুজরাতবাসী

0
40

দু’দিনের সফরে গুজরাটে নরেন্দ্র মোদী। সোমবার গুজরাতের ভূমিপুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের রাজ্য সফরে ভদোদরায় রোড শো করলেন। সেই মোদীশোভা-যাত্রা উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবারের লোকজনও। প্রধানমন্ত্রীর উদ্দেশে অন্যদের মতো তাঁরাও ফুলের পাপড়ি ছুড়ে দেন।

লক্ষ্যণীয় যে, মোদীর এই রোড শোয়ে গোটা রাস্তা জুড়ে একটিও দলীয় পতাকা ছিল না। রাস্তার দুপাশে শয়ে শয়ে মানুষ জাতীয় পতাকা নিয়ে স্বাগত জানালেন মোদীকে।
কর্নেল সোফিয়া কুরেশির বোন সাইনা সুনসারা বলেন, প্রধানমন্ত্রী মোদী দেশের নারী উন্নয়নে অনেক কিছু করেছেন। সোফিয়া আমার যমজ বোন। তাঁর মা হালিমা বিবি বলেন, আমি মোদীজির সঙ্গে দেখা করে খুব খুশি।

অপারেশন সিঁদুরে দেশের তামাম মহিলারা খুব খুশি হয়েছেন। উচ্ছ্বসিত বাবা তাজ মহম্মদ কুরেশি উপস্থিত ছিলেন রোড শোয়ে। তিনি বলেন, মোদীজি আমাদের দেখে চিনতে পেরেছেন। এবং হাত নেড়ে অভিনন্দন জানিয়েছেন। আমরাও তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়েছি। সঞ্জয় কুরেশি বলেন, প্রধানমন্ত্রীর এখানে আসাটা খুবই গর্বের। আমরা তাঁকে প্রথমবার কাছ থেকে দেখলাম।

কালো রঙের বুলেটপ্রুফ গাড়ির দরজা খুলে ৭৫ বছরের যুবক পাদানিতে দাঁড়িয়ে বাঁহাত নাড়তে নাড়তে সমবেত জনতাকে শুভেচ্ছা জানান। তাঁর গাড়ির দুপাশে হাঁটছিলেন এসপিজি কমান্ডোরা ও পিছনের দরজার পাদানিতে দাঁড়িয়ে ছিলেন তাঁদেরই দু-একজন। দড়ির বেষ্টনীর ওপার থেকে তেরঙা পতাকা নাড়িয়ে পুষ্পবৃষ্টি করতে থাকে জনতা। অপারেশন সিঁদুরের পর মোদীর এই প্রথম নিজের রাজ্য সফর। তাই অনেকটা দেশজয়ীর গৌরবের আতর মাখানো ছিল এদিনের রোড শোয়ে।

এই সফরে প্রধানমন্ত্রী গুজরাতের বিজেপি সরকারের ও কেন্দ্রীয় উন্নয়নমূলক প্রকল্পের জন্য ৮২,০০০ কোটি টাকার পরিকাঠামোর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী প্রথম দিন দাহোদে যাবেন। সেখানে রেল ইঞ্জিন ও ওয়াগন তৈরির কারখানার উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী খারোদে একটি জনসভায় ভাষণ দেবেন। সেখান থেকে মোদী ২৪,০০০ কোটি টাকার রেল সহ অন্যান্য সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিনই সোমনাথ-আমদাবাদ বন্দে ভারত ট্রেন চলাচলের সূচনা করার কথা মোদীর। এইসব আরও বেশ কয়েকটি উদ্বোধন ও শিলান্যাসের পর মোদী যাবেন ভুজে। সেখানে ৫৩,০০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এদিনই সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মোদী আমদাবাদ বিমানবন্দর থেকে ইন্দিরা সেতু পর্যন্ত ৩ কিমি রোড শো করবেন।

https://x.com/narendramodi/status/1926877972235006435?t=LHe4vL8KQWJAKw8KuklZVg&s=19

আগামিকাল, মঙ্গলবার, ২৭ মে গান্ধীনগরে ২ কিমি রোড শো করবেন বিজেপি নেতা। এরপর মহাত্মা মন্দিরে ৫,৫৩৬ কোটি টাকার একটি প্রকল্পের শিলান্যাস করবেন।

একইসঙ্গে সাবরমতী নদী সৌন্দর্যায়নের ফেজ থ্রির শিলান্যাস করবেন। এই প্রকল্পের মোট অনুমিত ব্যয় ১,০০০ কোটি টাকা। এছাড়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও স্বর্ণিম জয়ন্তী মুখ্যমন্ত্রী শহেরি বিকাশ যোজনা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

Previous articleWeather Update ভয়ংকর বজ্র-ঝড় বাংলাজুড়ে ! ঝড়বৃষ্টির আঘাতে বিপদের আশঙ্কা চরমে: দেখুন ভিডিও
Next articleSwastha Bhavan ‘স্বাস্থ্য ভবন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে’,মেল আসতেই তল্লাশি অভিযানে বিধাননগর পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here