

শনিবার জাতীয় মহাকাশ দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, ভারত নিজস্ব স্পেস স্টেশন নির্মাণের পথে এগোচ্ছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সাফল্য দেশকে গর্বিত করেছে। তিনি জানান, খুব শিগগিরই দেশ একটি অ্যাস্ট্রোনট পুল তৈরি করবে এবং তরুণ প্রজন্মকে এই উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানান।

মোদী বলেন, “আজ ভারত দ্রুত এগিয়ে চলেছে অগ্রগামী প্রযুক্তিতে—সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন থেকে শুরু করে ইলেকট্রিক প্রপালশন পর্যন্ত। খুব শিগগিরই আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ভারত গগনযান অভিযানে উড়বে এবং আগামী দিনে ভারত নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করবে।”
চলতি বছরের থিম ছিল ‘আর্যভট্ট থেকে গগনযান। প্রাচীন জ্ঞান থেকে অসীম সম্ভাবনা’ প্রধানমন্ত্রী বলেন, “মাত্র তিন দিন আগে আমার সাক্ষাৎ হয় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তেরঙ্গা উড়িয়ে প্রতিটি ভারতবাসীকে গর্বিত করেছেন। যখন তিনি আমার সামনে তেরঙ্গা দেখাচ্ছিলেন—সেই মুহূর্ত, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

তিনি আরও যোগ করেন, “শুভাংশুর সঙ্গে আলোচনায় আমি নতুন ভারতের তরুণদের অসীম সাহস ও অগণিত স্বপ্নকে প্রত্যক্ষ করেছি। এই স্বপ্নগুলোকে আরও এগিয়ে নিতে আমরা ভারতের নিজস্ব অ্যাস্ট্রোনট পুল গড়ে তুলতে চলেছি। আজ মহাকাশ দিবসে আমি আমার তরুণ বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি, এই অ্যাস্ট্রোনট পুলে যোগ দিয়ে ভারতের স্বপ্নকে ডানা মেলাতে সহায়তা করুন।”

চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক সাফল্য
জাতীয় মহাকাশ দিবস স্মরণ করায় ২৩ আগস্ট, ২০২৩-এর সেই ঐতিহাসিক দিনকে, যখন চন্দ্রযান-৩ মিশন সফলভাবে বিক্রম ল্যান্ডারকে চাঁদের মাটিতে অবতরণ করায় এবং পরবর্তীতে প্রজ্ঞন রোভার মোতায়েন করে। এই সাফল্যের মাধ্যমে ভারত হয়েছিল চাঁদে অবতরণ করা বিশ্বের চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরুর নিকটে অবতরণ করা প্রথম দেশ। সেই অবতরণ স্থানের নামকরণ করা হয়েছিল ‘শিব শক্তি পয়েন্ট’। এই কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে ভারত সরকার ২৩ আগস্টকে ঘোষণা করেছিল ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে।
https://x.com/ANI/status/1959132748871803055?t=J5SO_d8uJza9_szYGh64rA&s=19
প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেছেন ‘মহাকাশ নায়ক’ শুভাংশু। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত-সহ ইসরোর কর্মকর্তারা । সোমবার ভারতের গর্ব শুভাংশু শুক্লা দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷ মোদির বাসভবনে পৌঁছন শুভাংশু৷ইতিহাস সৃষ্টিকারী মহাকাশচারীকে দেখতেই কাছে এগিয়ে যান প্রধানমন্ত্রী৷
মোদির বাসভবনে শুভাংশু প্রবেশের পরই দু’জনে করমর্দন করেন৷ দু’জনের মধ্যে বেশ খানিকক্ষণ আলোচনা ও অনেক কথাও হয়৷ তারপরই মহাকাশজয়ী শুভাংশুর পিঠ চাপড়ে দিয়ে, কাঁধে হাত রাখেন৷ পাশাপাশি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুভাংশু যে ভারতীয় পতাকাটি নিয়ে গিয়েছিলেন, সেটি প্রধানমন্ত্রীকে উপহারস্বরূপ দিয়েছেন বলে জানানো হয়েছে।শুভাংশুর উপহার পেয়ে হাসিমুখ প্রধানমন্ত্রীর ।
26 জুন অ্যা ক্সিয়ম-4 মিশনের অংশ হিসাবে পেগি হুইটসন, স্লাভোস উজনানস্কি-উইসনিয়েস্কি এবং টিবর কাপুর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছন শুভাংশু । 18 দিন কাটিয়ে গত 15 জুলাই সান দিয়েগোর উপকূলে ফিরে আসে শুভাংশুদের ড্রাগন স্পেসক্র্যাফট । এতদিন ছিলনে টেক্সাসের হিউস্টনের কোয়ারেন্টাইনে ৷