PM Modi: জম্মু-কাশ্মীরে মোদীর সমাবেশ স্থল থেকে কিছু দূরেই বিস্ফোরণ! আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর

0
464

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ, রবিবার জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশ রয়েছে।

সেই সমাবেশের জায়গা থেকে মাত্র ১২ কিমি দূরে শোনা গেল বিস্ফোরণের আওয়াজ। বিস্ফোরণ হয়েছে জম্মু জেলার লালিয়ানা গ্রামে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘এটা সন্ত্রাসের উদ্দেশ্যে বিস্ফোরণ বলে মনে হচ্ছে না। প্রকৃত কারণ নিশ্চিত করার কাজ চলছে।’ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ উল্কাপাত থেকে হতে পারে কিংবা বজ্রপাত থেকেও হতে পারে।

আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। জাতীয় পঞ্চায়েত রাজের দিনে জম্মু ডিভিশনের সাম্বা জেলার পাল্লি পঞ্চায়েত থেকে সারা দেশের গ্রামসভাগুলোর প্রতি বার্তা দেবেন তিনি। রবিবার জম্মু-কাশ্মীরে প্রায় ২০ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রোজেক্টের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে বানিহাল-কাজিগুন্দ রোড টানেল, দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ে এবং রাতলে ও কোয়ার জলবিদ্যুৎ প্রোজেক্ট।

Previous articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার
Next articleBagdaTMC: ‘ঘুষ’ দিলেই ছাড়িয়ে দেবেন জেল থেকে, বিস্ফোরক অভিযোগ বাগদার তৃণমূল নেত্রীর বিরুদ্ধে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here