Plant Care:ঝড়-বৃষ্টিতে ক্ষতি হতে পারে আপনার সখের গাছের, যত্ন নেবেন কীভাবে? দেখুন ভিডিও

0
558

দেশের সময় : Plant Care: অবশেষে রাজ্যে প্রবেশ করল বর্ষা। গোটা রাজ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে ইতি মধ্যেই ৷ আর এই ঝড়-বৃষ্টিতে ক্ষতি হতে পারে আপনার সখের গাছের, যত্ন নেবেন কীভাবে?

ঝড় বৃষ্টি ক্ষতি করতে পারে আপনার পছন্দের গাছগুলোর। এই সময়ে প্রায়ই বৃষ্টি আসছে। তাই গাছকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য কিছু সতর্ক পদক্ষেপ তো করতেই হবে। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য কীভাবে যত্ন নেবেন গাছের? সেই নিয়ে আজ টিপস দিচ্ছি আমরা। গাছের যত্ন নিলেই কিন্তু গাছ ভালো থাকবে।

প্রথমত, গাছের শিকড় আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে গাছের গোড়ায় জল জমে যায়। অতিরিক্ত জলের মধ্যে শিকড় পচে যেতে পারে। তাই আপনি গাছের মাটির উপর বেশ কিছু পরিমাণ প্রাকৃতিক সার দিয়ে রাখতে পারেন। এতে আপনার মাটি সরাসরি অতটাও ভেজে না। শিকড় সুরক্ষিত থাকে।

ছোট গাছ হলে আড়াল করে রাখুন। আপনি কি কোনও গাছকে সদ্যই লাগিয়েছেন? দেখুন ভিডিও

তাহলে সেই গাছটি ছাদে বা বারান্দায় কোনও খোলা জায়গায় রাখবেন না। চেষ্টা করুন, ছাওয়ার মধ্যে রাখতে। যাতে সরাসরি বৃষ্টি বা ঝড়ের মুখে তাদের পড়তে না হয়। সরাসরি ভারী বৃষ্টি বা ঝড়ে গাছের ক্ষতি হতে পারে। বড় কিন্তু স্পর্শকাতর গাছ হলেও আপনি তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন। কিংবা একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিতে পারেন। যাতে সরাসরি বৃষ্টি না গায়ে লাগে ৷

ক্যাকটাসের মতো অনেক গাছ আছে, যাদের বেঁচে থাকার জন্য অল্প পরিমাণ জলই প্রয়োজন। সেসব গাছ এই সময়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখুন। অতিরিক্ত জলের জন্য এই গাছ পচে যেতে পারে।

যেসব গাছ টবে বড় করছেন কিন্তু তাদের ছাদে রেখেছেন, তাদের প্রতিও যত্নশীল হতে হবে। ঝড়ের দাপটে গাছের টব পাঁচিল থেকে পড়ে যেতে পারে। বা অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়ায় জল জমতে পারে। এই সময় টবগুলো উল্টে রাখুন। অর্থাৎ মাটিতে শুয়ে রাখুন। এতে টবের গায়ে বা গাছের গায়ে ঝড়ের দাপট সেরকম লাগবে না। এদিকে আপনার গাছও সুরক্ষিত থাকবে।

ঝড় বৃষ্টির পরে গাছের গোড়ার জল ফেলে দিন। গাছের মাটি খুঁড়ে দিন। বৃষ্টির জল গাছের জন্য ভালো। কিন্তু অতিরিক্ত জল ভালো নয়। সব দিকে খেয়াল রাখুন। গাছেদের যত্নে রাখুন।

ঝড় বৃষ্টি ক্ষতি করতে পারে আপনার পছন্দের গাছগুলোর। এই সময়ে প্রায়ই বৃষ্টি আসছে। তাই গাছকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য কিছু সতর্ক পদক্ষেপ তো করতেই হবে। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য কীভাবে যত্ন নেবেন গাছের? সেই নিয়ে আজ টিপস দিচ্ছি আমরা। গাছের যত্ন নিলেই কিন্তু গাছ ভালো থাকবে।

অতি সামান্য এই যত্ন টুকু নিলেই ঝড়-বৃষ্টিতে আপনার প্রিয় গাছেরা ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমে যাবে ৷

Previous articleDesher Samay epaper দেশের সময় ই পেপার
Next articleRathayatra of Mahesh : মাহেশের রথ দর্শন হয়নি? মন খারাপ? এখন মাসির বাড়িতে রয়েছেন নীলমাধব, সেখানে কী হচ্ছে, দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here