Plane Crash: মাটিতে আছড়ে পড়ছে প্লেন! ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৬২: দেখুন ভিডিও

0
168

দেশের সময় ওয়েবডেস্কঃ ভরদুপুরে ভয়াবহ দৃশ্য দেখে থমকে গেলে পথচলতি মানুষজন। মাঝ আকাশ থেকে হাওয়ায় ঘুরপাক খেতে খেতে সোজা মাটির দিকে নেমে আসছে আস্ত বিমান। শহরের মাঝে এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন শহরবাসী। তারপরই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সোজা মাটিতে আছড়ে পড়ল একটি বড় বিমান। যাত্রী ও কর্মী মিলিয়ে বিমানটিতে ছিলেন ৬২ জন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ব্রাজিলের ভিনদেহ-র ঘটনা।

https://x.com/ghulamabbasshah/status/1821990113666044376?t=rq3ApRgTu9lH6-Y8B6udEA&s=19

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনফাসিও লুলা দা সিলভা এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিমানটিতে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু মেম্বার ছিলেন। কেউই প্রাণে বাঁচেননি। সাও পাওলো শহরের একটি হাইওয়ে ঘেঁষে বিমানটি আছড়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সেখানে কীভাবে আছড়ে পড়ে বিমানটি, সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, পাক খেতে খেতে নেমে আছড়ে পড়ার পরই আগুনে জ্বলে যায় বিমানটি। চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। শহরের একেবারে পাশে এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্রাজিলের ক্যাসকাভেল থেকে বিমানটি ছাড়ে স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। দুপুর ১ টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করার কথা ছিল সাও পাওলো-তে। কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। আরও জানা গিয়েছে, বিমানটি তৈরি হয়েছিল ২০১০ সালে। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন। তবে যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে, সেখানে কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

https://x.com/ghulamabbasshah/status/1821990113666044376?t=hTHjhw4B9kTycMrFgBittA&s=19

 

Previous articleRG Kar Medical Student Death আরজিকরের ছাত্রী খুনের ঘটনায়  গ্রেফতার ১, চলছে জিজ্ঞাসাবাদ, শনিবার তোলা হবে আদালতে
Next articleRG Kar Murder: অপরাধীদের ফাঁসি হোক, সিবিআই তদন্তেও আপত্তি নেই: মমতা,জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সঙ্গত বলেও মানলেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here