Photography Exibition গগনেন্দ্র মঞ্চে চলছে সোনার তরী- দ্য গোল্ডেন বোট – এর আলোকচিত্র প্রদর্শনী

0
119
সঙ্গীতা চৌধুরী

দেশের সময় , কলকাতা : ২০ জুন থেকে শুরু হয়েছে সোনার তরী – দ্য গোল্ডেন বোট -এর প্রথম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী। শুধুমাত্র প্রদর্শনীই নয়, প্রতিযোগিতাও থাকছে। সাতটি বিষয়ের ওপর প্রতিযোগিতা রয়েছে।

বিষয়গুলো হলো-  ট্রাভেল, স্ট্রিট অ্যান্ড ডেইলি লাইফ, পোট্রেট, ওপেন কালার, ওয়াইল্ড লাইফ, মাদার নেচার, বার্ড। বিভিন্ন বিষয়ের ওপর মোট ২০৭ টি ছবি জমা পড়েছিল। কিন্তু বিচারকেরা ১১৭ টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন। ৩৫ জন প্রতিযোগীর ছবি এখানে প্রদর্শিত হচ্ছে। প্রতি বিষয়ে তিন জন প্রতিযোগীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার  

( মেমেন্টো এবং সার্টিফিকেট) দিয়ে সন্মানিত করা হবে। তাছাড়া ৩৫ জন অংশগ্রহণকারী প্রত্যেক ফটোগ্রাফার মেমেন্টো ও সার্টিফিকেট পাবেন। তবে বেস্ট অফ দ্য বেস্ট ফটোগ্রাফারকে নগদ অর্থ দিয়ে সন্মানিত করা হবে। 

এই প্রতিযোগিতার বিচারকের ভূমিকায় আছেন ফটোগ্রাফির জগতের স্বনামধন্য দুই ব্যক্তি সন্তু অধিকারী ও ভজ গোবিন্দ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন দুই বিশিষ্ট ব্যক্তিত্ব জয়ন্তী  সরকার ও মণীশ দাস। প্রদর্শনীটি ২২ জুন অবধি চলবে।

Previous articleInternational Yoga Day: ‌দেশজুড়ে যোগ দিবস পালন, শ্রীনগরে প্রধানমন্ত্রী,কলকাতায় রাজভবনে রাজ্যপাল,যোগাসনে যোগ দিলেন স্কুল পড়ুয়ারাও
Next articleBangladesh চিকেন নেকের সুরক্ষায় আঁটঘাট বেঁধে নামছে ভারতীয় রেল, বাংলাদেশ হয়ে উত্তরপূর্ব ভারতে নতুন রেললাইন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here